TRENDING:

উচ্চমাধ্যমিকে টেক্কা কলকাতার, কৃতীদের তালিকায় পিছিয়ে নেই জেলাও, ভাল ফল বাঁকুড়ারও

Last Updated:

মেধাতালিকা না প্রকাশিত হলেও জানা গিয়েছে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে রয়েছেন চার কৃতী ছাত্র-ছাত্রী ৷ দেখে নিন কৃতীদের নামের তালিকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনাকালে উচ্চমাধ্যমিকে রেকর্ডের ছড়াছড়ি ৷ লকডাউনের কারণে ১৫টি বিষয়ের পরীক্ষা বাতিল হলেও রেকর্ড নম্বর পরীক্ষার্থীদের ঝুলিতে ৷ উচ্চমাধ্যমিকে এবার কোনও মেধাতালিকা না প্রকাশিত হলেও জানা গিয়েছে ৪৯৯ সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে রয়েছেন চার কৃতী ছাত্র-ছাত্রী ৷ এর মধ্যে দু’জন পড়ুয়াই বাঁকুড়ার ৷
advertisement

কৃতী ছাত্রছাত্রীদের নামের তালিকা অনুযায়ী,

উচ্চমাধ্যমিকে সম্ভাব্য প্রথম-

কলকাতার স্রোতশ্রী রায়, প্রাপ্ত নম্বর ৪৯৯, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল

হুগলির ঐক্য বন্দ্যোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৪৯৯, হুগলি কলেজিয়েট স্কুল

বাঁকুড়ার গৌরব মন্ডল, প্রাপ্ত নম্বর ৪৯৯, বড়জোড়া হাই স্কুল

বাঁকুড়ার অর্পণ মন্ডল, প্রাপ্ত নম্বর ৪৯৯, কেন্দুয়াডিহি হাইস্কুল

উচ্চমাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয়-

advertisement

উত্তর দিনাজপুরের জয় মণ্ডল, প্রাপ্ত নম্বর ৪৯৮, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল

দক্ষিণ ২৪ পরগণার নীলাব্জ দাস, প্রাপ্ত নম্বর ৪৯৮, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

বীরভূমের রৌনক সাহা, প্রাপ্ত নম্বর ৪৯৮, নব নালন্দা শান্তিনিকেতন শাখা

কলকাতার গৌরব মাইতি, প্রাপ্ত নম্বর ৪৯৮,যোধপুর পার্ক বয়েজ

দক্ষিণ ২৪ পরগণার দেবার্ঘ্য চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৪৯৮, বনগাঁ হাই স্কুল

advertisement

হুগলির মহম্মদ তালহা, প্রাপ্ত নম্বর ৪৯৮, মোক্তারপুর হাই স্কুল

দক্ষিণ দিনাজপুরের সৌগত সরকার, প্রাপ্ত নম্বর ৪৯৮, বালুরঘাট হাই স্কুল

পশ্চিম মেদিনীপুরের অনীক সাহা, প্রাপ্ত নম্বর ৪৯৮, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন

উচ্চমাধ্যমিকে সম্ভাব্য তৃতীয়-

কলকাতার সৈকত দাস, প্রাপ্ত নম্বর ৪৯৭, নবনালন্দা হাই স্কুল

দক্ষিণ ২৪ পরগণার রাহুল মজুমদার, প্রাপ্ত নম্বর ৪৯৭, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

advertisement

পূর্ব বর্ধমান শরণ্যা ঘোষ, প্রাপ্ত নম্বর ৪৯৭, বর্ধমান বিদ্যার্থী ভবন গালর্স হাই স্কুল

পূর্ব বর্ধমান শীর্ষেন্দু সাহা, প্রাপ্ত নম্বর ৪৯৭,সাতগাছিয়া হাই স্কুল

পূর্ব মেদিনীপুর সায়নী মহাপাত্র, প্রাপ্ত নম্বর ৪৯৭, কাজলাগ্রাম এমএসবিসিএম হাই স্কুল

উত্তর দিনাজপুরের মীরা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৭, তরঙ্গপুর এন কে হাই স্কুল

বাঁকুড়ার শিল্পা দত্ত, প্রাপ্ত নম্বর ৪৯৭,অন্ডা হাই স্কুল

advertisement

বাঁকুড়ার রূপ সিনহাবাবু, প্রাপ্ত নম্বর ৪৯৭,সিমলিপাল মদন মোহন হাই স্কুল

বাঁকুড়ার মৌ দাসমাহাতো, প্রাপ্ত নম্বর ৪৯৭,সিমলিপাল মদন মোহন হাই স্কুল

বাঁকুড়ার সায়ন চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৪৯৭, চাঙ্গডোবা হাই স্কুল

হুগলির স্মরজিৎ ধর, প্রাপ্ত নম্বর ৪৯৭, চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল

হুগলির তপোদীপ ঘোষ, প্রাপ্ত নম্বর ৪৯৭, ভস্তারা জাজেনেশ্বর হাই স্কুল

হুগলির প্রথম সাহা চৌধুরি, প্রাপ্ত নম্বর ৪৯৭, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির

দক্ষিণ দিনাজপুরের দিব্যজ্যোতি ভট্টাচার্য, প্রাপ্ত নম্বর ৪৯৭, বালুরঘাট হাই স্কুল

দক্ষিণ দিনাজপুরের তনিষ্ঠা বসাক, প্রাপ্ত নম্বর ৪৯৭, বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়

চলতি বছরে পাসের হারে নজির উচ্চমাধ্যমিকে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড ৷ গতবারের তুলনায় পাসের হার বাড়ল ৩.৮৩ শতাংশ ৷ রেকর্ড ৬০ শতাংশ নম্বর অর্থাৎ প্রথম বিভাগ পাওয়ার ক্ষেত্রেও ৷ সংসদ সভাপতি জানিয়েছেন এবারে প্রথম বিভাগে পাস করেছেন ৩ লক্ষ ২২ হাজার ৫৬ জন পরীক্ষার্থী ৷

সবার আগে নির্ভুল রেজাল্ট দেখতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷ নেওয়া যাবে রেজাল্টের প্রিন্টআউটও ৷

৩১ জুলাই বেলা ২ টো থেকে ৫২টি বিতরণ কেন্দ্র থেকে পাওয়া যাবে মার্কশিট ৷ পরে তা স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন অভিভাবক ও পড়ুয়ারা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Somraj Bandopadhyay

বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চমাধ্যমিকে টেক্কা কলকাতার, কৃতীদের তালিকায় পিছিয়ে নেই জেলাও, ভাল ফল বাঁকুড়ারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল