TRENDING:

Suvendu Adhikari: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা

Last Updated:

Suvendu Adhikari: দীর্ঘ ২৬ বছর বিজেপি করছেন দাবি করে হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা বলেন, ৬ মাস দলে আসা নেতার থেকে বিজেপি করা শিখব না। যদিও শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: রাজ্য BJP-তে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে নিয়ে জোর বিতর্ক। তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসা নেতাকে কার্যত ‘চোর’ বলেই বিঁধে দিলেন বিজেপির হাওড়া জেলার সভাপতি সুরজিৎ সাহা৷ হাওড়া পুরভোট নিয়ে শুরু হওয়া বিজেপির ভিতরের দ্বন্দ্ব এবার চলে এল প্রকাশ্যে। দীর্ঘ ২৬ বছর বিজেপি করছেন দাবি করে হাওড়া জেলা সভাপতি বললেন, ৬ মাস দলে আসা নেতার থেকে বিজেপি করা শিখব না। যদিও শুভেন্দুর পাশে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ''দলের বৈঠকের কথা বাইরে আনা নিয়ম বহির্ভূত। দলের অন্দরে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।''
দলীয় নেতার তোপে শুভেন্দু অধিকারী
দলীয় নেতার তোপে শুভেন্দু অধিকারী
advertisement

যদিও সুরজিৎ সাহা বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, ''নারদ কাণ্ডে আরও অনেকের সঙ্গে শুভেন্দু অধিকারীকেও টাকা নিতে দেখা গিয়েছে৷ আমরা যারা বিজেপির কার্যকর্তা, তাঁদের কিন্তু দেখা যায়নি। অথচ, নারদার টাকা নিয়ে বিজেপি-তে এলেন, তিনিই বিজেপির হাওড়ার নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। জেলার নেতারা নাকি অরূপ রায়ের সঙ্গে দহরম মহরম করেন। প্রমাণ করুন এটা। নাহলে শুভেন্দু অধিকারী নিজে টাকা নেননি, তার প্রমাণ দিন।''

advertisement

আরও পড়ুন: 'বিরোধী দলনেতার পদ চলে যাচ্ছে', শুভেন্দুর 'দলবদল' সম্ভাবনা? বিস্ফোরক দাবি সৌমেনের!

এরপরই আরও বিস্ফোরক হয়ে হাওড়া বিজেপি-র জেলা সভাপতি বলেন, ''আমরা বিজেপি-তেই থাকব। কিন্তু যারা তৃণমূল ছেড়ে এসেছেন সকলেই চলে গেছেন, শুভেন্দু অধিকারীও তৃণমূলে যাবেন, আমার কথা মিলিয়ে নেবেন। আগে প্রমাণ করুন আপনি কতটা সৎ৷ বিজেপিতে এসে শুভেন্দু অধিকারী তৃণমূলের যে বি-টিম তৈরি করছেন, তাই তৃণমূলের বি টিমের জন্য হাওড়ায় দলের কোনও কর্মকর্তা কাজ করবেন না৷''

advertisement

আরও পড়ুন: তাহলে কি দল ছাড়ছেন? দিলীপ ঘোষকে পাল্টা প্রত্যাঘাত তথাগত রায়ের! লিখলেন, 'যতক্ষণ না...'

সেরা ভিডিও

আরও দেখুন
বাইরে একটুকরো ম্যাকাও, অথচ ভিতরে পুরোটাই সত্যজিৎ! আজব খেলা চলছে বীরভূমে
আরও দেখুন

বস্তুত বিরোধী দলনেতা হলেও শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি-র অন্দরে ক্ষোভ বাড়ছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র বলেন, ''কিছুদিনের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতার লালবাতি নিভে যেতে চলেছে। তিনিও তৃণমূলে কবে ফেরেন, সেটাই দেখার। নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে আদালতে মামলা চলছে এখন। সেই মামলার রায় প্রকাশ হয়ে গেলেই তিনি আর বিরোধী দলনেতা থাকবেন না।'' সেই সময়ও শুভেন্দুকে নিয়ে প্রবল আলোড়ন পড়ে। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দেন খোদ বিরোধী দলনেতাই। কিন্তু এবার দলের অন্দরেই প্রবল ক্ষোভের সম্মুখীন হতে হল শুভেন্দু অধিকারীকে নিয়ে। যদিও দলের অন্দরে এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ''ওরা শুধু কমিটিই করে, ভোট পায় না।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল