TRENDING:

Fake Railway Ticket Checker: TTE ধরে মোটা টাকা ফাইন করেছে? টিকিট পরীক্ষক ভুয়ো কিনা কীভাবে বুঝবেন? কড়া সতর্কতা রেলের

Last Updated:

Fake Railway Ticket Checker: ভুয়ো টিকিট পরীক্ষক বুঝবেন কি করে? ভারতীয় রেলের শিয়ালদহ ডিভিশন প্রথমবার ভুয়ো টিকিট পরীক্ষক চিহ্নিত করতে ব্যবস্থা নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভুয়ো টিকিট পরীক্ষক বুঝবেন কি করে? ভারতীয় রেলের শিয়ালদহ ডিভিশন প্রথমবার ভুয়ো টিকিট পরীক্ষক চিহ্নিত করতে ব্যবস্থা নিয়েছে। রেলের টিকিট পরীক্ষকদের দেওয়া হয়েছে একটা ব্যাজ। লাল রঙের সেই ব্যাজ দেখলেই বোঝা যাবে আসল না নকল টিকিট পরীক্ষক?
তবে এক্ষেত্রে যাত্রীর উপর মারধর করার জন্য অনেকেই ওই টিকিট পরীক্ষকের ব্যবহারের তীব্র সমালোচনা করেন। অনেকেই উল্টে দাবি করেন এই ধরণের ব্যবহারের জন্য, টিকিট পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
তবে এক্ষেত্রে যাত্রীর উপর মারধর করার জন্য অনেকেই ওই টিকিট পরীক্ষকের ব্যবহারের তীব্র সমালোচনা করেন। অনেকেই উল্টে দাবি করেন এই ধরণের ব্যবহারের জন্য, টিকিট পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
advertisement

শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমারশিয়াল ম্যানেজার যশরাম মীনা জানিয়েছেন, ‘এই ব্যাজ, অনেকটা ইউনিক আইডেনটিফিকেশন আইডি’র মতো। এই ব্যাজের সামনে ভারতীয় রেলের একটা ছবি দেওয়া আছে। তার ওপরে একটা সই করা আছে। সেই সই সিনিয়র ডিসিএমের। গোলাপি রঙের সেই সইয়ের একটা বিশেষত্ব আছে। এছাড়া ব্যাজের পেছনে আছে একটা কিউআর কোড। সেটা স্ক্যান করলেই এমন কিছু তথ্য পাওয়া যাবে যা একমাত্র সরকারি কর্মচারীর কাছে থাকবে।’

advertisement

আরও পড়ুন-কাঁপিয়ে আসছে ঝড়-তুফান…! ৫০-৬০ কিমি বেগে বজ্রঝড়, ভারী-অতি ভারী বৃষ্টি, ধুলোঝড়ের সতর্কতা রাজ্যে, বাংলায় কী হবে? জানিয়ে দিল IMD

কী কী থাকছে তাতে? ওই ব্যক্তির নাম, স্টাফ নাম্বার, তার এইচআরএমএস আইডি ও কোন বিভাগে বা কোনপদে তিনি কর্মরত রয়েছেন। সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে গ্রেফতার হয়েছে দু’জন ভুয়ো রেল টিকিট পরীক্ষক। এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে যাত্রীদের সাবধান ও সুরক্ষিত করতে আসল টিকিট পরীক্ষকদের দেওয়া হচ্ছে এই বিশেষ লাল ব্যাজ। তবে রেলের টিকিট পরীক্ষক বা রেলরক্ষী বাহিনী যে আচরণ করে, তাতে কী তাদের পক্ষে কে বা কারা আসল বা নকল তা বুঝতে ব্যাজ বা ব্যাজের পেছনে থাকা কিউআর কোড স্ক্যান করার সুবিধা মিলবে?

advertisement

আরও পড়ুন-জুন মাসেই লাগবে ‘লটারি’…! মঙ্গলের রাজকীয় চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড, ৩ রাশির ‘জ্যাকপট’, অঢেল টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্য

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তারা কি সাধারণ যাত্রীদের এই কাজ করতে দেবেন? যশরাম মীনা জানিয়েছেন, অবশ্যই যাত্রী চাইলে তিনি পাল্টা পরিচয়পত্র দেখতে চাইতে পারবেন। তবে ওই যাত্রীকে অবশ্যই বৈধ টিকিটধারী হতে হবে।বিভিন্ন প্রান্তিক স্টেশন থেকে এই সব ভুয়ো টিকিট পরীক্ষকদের যাতায়াতের অভিযোগ আসছে। এই অবস্থায় যাত্রীদের সচেতন করতে শিয়ালদহ ডিভিশন মাইকিং, লিফলেট বিলি ও বিভিন্ন স্টেশনে প্রচার চালাবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Railway Ticket Checker: TTE ধরে মোটা টাকা ফাইন করেছে? টিকিট পরীক্ষক ভুয়ো কিনা কীভাবে বুঝবেন? কড়া সতর্কতা রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল