TRENDING:

মায়ের মৃতদেহ কীভাবে এতদিন বাড়িতে সংরক্ষণ করেছিল শুভব্রত ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

পুলিশকে প্রথমে বাড়িতে ঢুকতেই দিচ্ছিলেন না শুভব্রত। কিন্তু শেষ পর্যন্ত চাপে পড়ে দরজা খুলে দেয় সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুলিশকে প্রথমে বাড়িতে ঢুকতেই দিচ্ছিলেন না শুভব্রত। কিন্তু শেষ পর্যন্ত চাপে পড়ে দরজা খুলে দেয় সে। অবশেষে আমাদের দেওয়া তথ্যই সত্য হল। উদ্ধার হল মৃতদেহ। তবে তার আগে ঘটল কিছু ঘটনা। যা ক্রাইম থ্রিলারকেও হার মানায়।
advertisement

বেহালার ২৫ নম্বর জেমস লং সরণির বাড়ি। গৃহকর্ত্রী ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন কর্মী বীণা মজুমদার নাকি প্রায় তিন বছর আগে মারা যান। তখন থেকেই খটকা ছিল। বাড়ির নীচের তলায় কেউ না থাকলেও এসি চলতে দেখা যেত। তারপর থেকেই দানা বাঁধে সন্দেহ।

এই সন্দেহই শেষ পর্ষন্ত প্রকাশ্যে আনল এমন এক ঘটনা, যা একটা থ্রিলারকেও হার মানায়। তবে তাও এই ঘটনা সহজে ঘটেনি। পুলিশ ঢুকতে পারলেও দোতলায় তল্লাশি চালিয়ে বেরিয়ে আসে। তখনই আমরা জানাই।

advertisement

এবার দরজা খুললেই দেখা যায় সেই ফ্রিজার। আর তার পাশেই রাখা একের পর এক ফরমালিনের জার।

- বীণা মজুমদার প্রায় তিন বছর আগে মারা যান

- মায়ের দেহ তারপর থেকে ফ্রিজারে সংরক্ষণ করত ছেলে

- যকৃত-পাকস্থলী-ক্ষুদ্রান্ত্র-বৃহদন্ত্র বের করা হয়

- সেলাই করে ফরমালিনে ডুবিয়ে রাখা হয় দেহ

কাজে আসে লেদার টেকনোলজির পড়ার শিক্ষাও।

advertisement

এত ভালভাবে সেই মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল, যে কারণে মৃত মায়ের বুড়ো আগুলের টিপছাপ দিয়ে নিয়মিত পেনশনও তুলত সে।

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

অর্থাৎ ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মী মায়ের পেনশনের টাকা তুলতেই প্রায় তিন বছর ধরে মৃতদেহ বাড়ির ফ্রিজারে রেখে দিয়েছিল ছেলে। বাবারও বিশ্বাস ছিল ছেলের উপরে। কিন্তু নিউজ১৮ বাংলা প্রকাশ্যে এনে দিল এমন চাঞ্চল্যকর তথ্য। তাই শেষ পর্যন্ত শুভব্রতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মানসিক বিকারের সঙ্গে কতটা অপরাধ প্রবণতা যুক্ত হলে এমনটা হতে পারে, তারই খোঁজে তদন্ত শুরু ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
মায়ের মৃতদেহ কীভাবে এতদিন বাড়িতে সংরক্ষণ করেছিল শুভব্রত ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য