TRENDING:

বিশ্বকর্মা পুজোয়  ছুটি! 'রাজ্যে শুধু ছুটিই চলছে...' সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপ ঘোষের

Last Updated:

যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশেই থাকছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বকর্মা পুজোয় ছুটি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু খোলা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরে ভর্তির কাউন্সিলিংয়ের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই বিষয়টি নিয়েই ফের সংঘাতের আবহ। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশেই থাকছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
রাজ্যে শুধু ছুটিই চলছে - রাজ্য সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপ ঘোষ এর 
রাজ্যে শুধু ছুটিই চলছে - রাজ্য সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপ ঘোষ এর 
advertisement

তাঁর সাফ কথা, বিশ্বকর্মা পুজোয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার কোনও অর্থ নেই।’ পরিযায়ী শ্রমিকদের  সম্মান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করেছেন। দিলীপ ঘোষ অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না। বরং তাঁর কটাক্ষ,  রাজ্যে শুধু ছুটিই চলছে।’ সংবাদমাধ্যমে বিজেপি নেতা বলেন, ”বিশ্ববিদ্যালয়, স্কুলে বিশ্বকর্মা পুজোয় ছুটি দেওয়ার কী দরকার? সরস্বতী পুজো বা দুর্গা-কালী পুজোয় ছুটি দিক। সব জায়গায় ছুটি দিলে কী করে হবে? ছুটিই চলছে, কাজ এবং পড়াশোনা কোথায় হচ্ছে? এভাবে চলতে পারে না।’

advertisement

বিগত কয়েক মাসে রাজ্যজুড়ে বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে তৃণমূল নেতাদের ‘দাদাগিরি’র খবর এসেছে। সেই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, ”স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোথাও পড়ার পরিবেশ নেই। শুধু লুটপাট, দাদাগিরি, ইউনিয়নবাজির নামে টাকা তোলা চলছে। তাই সরকারি সিদ্ধান্তে ৮ হাজার স্কুল বন্ধ হচ্ছে। আর যে পরীক্ষা হল তারপরও যদি নিয়োগ না হয় তাহলে ২৮ হাজার স্কুল বন্ধ হয়ে যাবে।’

advertisement

আরও পড়ুন– SIR প্রস্তুতি তুঙ্গে ! রাজ্যে জেলাশাসক, ERO, AERO-দের নিয়ে বিশেষ প্রশিক্ষণ সিইও-র

দিলীপের সাফ কথা, ‘গ্রামের মানুষ হোক কী শহর, বাংলার ছেলেমেয়েরা রাজ্য পড়তেই চাইছে না কারণ এখানে ভবিষ্যৎ নেই। পরীক্ষা হলে নিয়োগ হয় না, দুর্নীতির অভিযোগে বারবার মামলা হয়, জটিলতা সৃষ্টি হয়। তাই অধিকাংশই বাইরের রাজ্যে চলে যান।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিশ্বকর্মা পুজোয়  ছুটি! 'রাজ্যে শুধু ছুটিই চলছে...' সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপ ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল