TRENDING:

Hilsa Festival At Eden: ইডেনে ইলিশ উৎসব! আমন্ত্রিতের তালিকায় সৌরভ-ডোনা! ঐতিহ্য ফেরাতে সিএবি কর্তাদের বড় উদ্যোগ

Last Updated:

আগামী রবিবার অর্থাৎ ২৭ অগাস্ট ইলিশ উৎসব হবে। ইতিমধ্যেই সিএবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছেন সিএবি সম্পাদক নরেশ ওঝা ও যুগ্ম সম্পাদক দেবব্রত দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইডেনে আয়োজিত হতে চলেছে ইলিশ উৎসব। বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার উদ্যোগে ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার অর্থাৎ ২৭ অগাস্ট ইলিশ উৎসব হবে। ইতিমধ্যেই সিএবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছেন সিএবি সম্পাদক নরেশ ওঝা ও যুগ্ম সম্পাদক দেবব্রত দাস।
ইডেনে ইলিশ উৎসব
ইডেনে ইলিশ উৎসব
advertisement

ইলিশ মাছের ছবি দিয়ে আমন্ত্রণ পত্রটি তৈরি করা হয়েছে। সিএবির সঙ্গে যুক্ত সমস্ত ক্রিকেট কর্তাদের সস্ত্রীক আমন্ত্রণ জানানো হচ্ছে। আমন্ত্রিতদের তালিকায় ক্রিকেটাররাও রয়েছেন। সমাজের বিশিষ্ট মানুষজনদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ইডেনেই আয়োজিত হবে এই অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানের দায়িত্বে সিএবি।

আরও পড়ুন: বাম্পার ছাড় দিচ্ছে সরকার…! পেঁয়াজ 25 টাকা, টম্যাটো 40 টাকা ! কোথায় পাবেন?

advertisement

আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আগামী সপ্তাহে সৌরভের লন্ডন যাওয়ার কথা। প্রাথমিকভাবে ঠিক রয়েছে ২৬ তারিখ লন্ডন যাবেন সৌরভ। তবে শোনা যাচ্ছে দিন কয়েক পিছিয়ে লন্ডন পাড়ি দেবেন মহারাজ। সেক্ষেত্রে ইডেনের ইলিশ উৎসবে উপস্থিত থাকতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক।

তবে এই প্রথম সিএবিতে ইলিশ উৎসব হচ্ছে তা কিন্তু নয়। অতীতেও এরকম ইলিশ উৎসব হতো বলে জানাচ্ছেন সিএবি কর্তারা। তবে সেই সময় আয়োজনের দায়িত্বে সিএবি থাকত না। বঙ্গ ক্রিকেটের সঙ্গে জড়িত কর্তারা নিজেরা চাঁদা তুলে ইলিশ কিনে আনতেন। তারপর একটি সংস্থাকে দিয়ে রান্না করিয়ে ইলিশ উৎসব আয়োজন হতো। মাঝে বেশ কিছু বছর এই উৎসব বন্ধ হয়ে গিয়েছিল সিএবিতে। তবে ফের এই ইলিশ উৎসব চালু করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: সাপের কামড়…? একদম ভয় পাবেন না! এই ভাবে বাঁচাতে পারেন নিজের জীবন! জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

এইবারই প্রথম এই উৎসবের আয়োজনের দায়িত্বে থাকছে সিএবি। ফলে অতীতের মতো আর কর্তাদের চাঁদা তুলে ইলিশ কিনতে হচ্ছে না। বেশ কয়েক রকমের ইলিশের পদ থাকছে উৎসবে। ‌বিশ্বকাপের বছরে ইতিমধ্যেই নতুন করে সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন ইডেন। আর মাসখানেক পরেই শুরু বিশ্বকাপ উৎসব। তার আগেই উৎসবের আমেজ শুরু করে দিতে চাইছেন কর্তারা। তাই ইলিশ উৎসব নিয়ে সিএবিতে জোর চর্চা শুরু হয়েছে। ব্যস্ততার মাঝে একদিন পিকনিকের মেজাজ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Hilsa Festival At Eden: ইডেনে ইলিশ উৎসব! আমন্ত্রিতের তালিকায় সৌরভ-ডোনা! ঐতিহ্য ফেরাতে সিএবি কর্তাদের বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল