ফল ঘোষণার পর সকাল ১০টা থেকে সংসদের ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ আজই ১১ টা থেকে স্কুলগুলিতে শুরু হবে পরীক্ষার্থীদের মার্কসিট বিতরণ ৷
যেই ওয়েবসাইটে ফল দেখা যাবে সেগুলি হল-
http:// wbresults.nic.in/highersecondary/wbhsres.htm
www.exametc.com
www.knowyourresult.com
http:// wb12.knowyourresult.com
http:// www.indiaresults.com
www.schools9.com
www.manabadi.com
www.examresults.net
www.westbengaleducation.net
www.results.westbengaleducation.net
www.resultsout.com
ওয়েবসাইট ছাড়াও ফল জানা যাবে SMS-এর মাধ্যমে ৷ SMS -এ ফল জানতে হলে টাইপ করতে হবে SMS WB 12
advertisement
২০১৭ সালে রাজ্যের প্রায় ৮ লক্ষ পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৷ উচ্চমাধ্যমিকেও ছাত্রদের তুলনায় ৫০০ জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন ৷ মার্চে নির্বিঘ্নে সম্পন্ন হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এবার কেবল ফলপ্রকাশের পালা ৷