TRENDING:

SSC ফলপ্রকাশে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাইকোর্টের

Last Updated:

SSC ফলপ্রকাশে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাইকোর্টের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দেখা গেল আশার আলো ৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট ৷ স্কুল শিক্ষক নিয়োগের আইনি জটিলতা কাটতে শুরু করায় খুশি শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা ৷
advertisement

অবশেষে বহু অপেক্ষার শেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে আইনি জট কাটল ৷ এদিন প্রশিক্ষিতের মান্যতা চেয়ে আরসিআই ট্রেনিংপ্রাপ্ত সুনীল দাস সহ ১১৯ জনের মামলার ক্ষেত্রে নবম-দশম, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বিচারপতি রাজীব শর্মা৷ জানালেন, মামলার শুনানি চলতে থাকবে, কিন্তু ফলপ্রকাশ করতে কোনও বাধা নেই ৷

advertisement

নবম,দশম এবং একাদশ, দ্বাদশ এই চার শ্রেণীর অর্থাৎ উচ্চ প্রাথমিকে শিক্ষক পদের যোগ্যতামান হিসেবে বিএড ডিগ্রি আবশ্যক ৷ এই ডিগ্রি ছাড়া নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন ৷ এই নিয়মের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে আরসিআই ট্রেনিংপ্রাপ্ত সুনীল দাস সহ ১১৯ জন ৷ তাদের দাবি ছিল Rehabilitation Council Of India-এর ডিগ্রি বিএড-এর সমতুল্য ৷ NCTE-র মান্যতা নিয়ে শুরু হয় সওয়াল ৷

advertisement

সেই মামলা চলাকালীনই হাইকোর্ট NCTE-কে এই ১২০ জনকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার নির্দেশ দেন ৷ স্টেট লেবেল সিলেকশন টেস্ট (SLST) পরীক্ষা সম্পন্ন হলেও Rehabilitation Council Of India-এর ডিগ্রি বিএড-এর সমতুল্য কিনা এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশ ছাড়া পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না বলে জানায় বিচারপতি রাজীব শর্মা ৷ এদিনের শুনানিতে ফলাফল প্রকাশে স্থগিতাদেশ উঠে যাওয়ায় শিক্ষক নিয়োগ আইনি জট থেকে খানিকটা হলেও মুক্তি পেল ৷

advertisement

অন্যদিকে, বুধবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায়ে নতুন করে আশায় বুক বাঁধছেন সুনীল দাস সহ ১১৯ জন পরীক্ষার্থী ৷ এদিনের মামলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে Rehabilitation Council Of India-এর স্পেশাল এডুকেশনে ডিপ্লোমাধারীদের প্রশিক্ষিতের মর্যাদা ও মান্যতা দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতোই প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশও দিয়েছে হাইকোর্ট ৷ এই রায়ে আশা জেগেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে মামলাকারীদের ৷ স্পেশাল ডিএলএড-দের এই জয়ে আশাবাদী এই মামলাকারীরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজ্যে উচ্চ প্রাথমিক স্তরে যোগ্য শিক্ষকের অভাবে অচল হয়ে পড়ছে শিক্ষাব্যবস্থা ৷ দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় রাজ্য সরকার ৷ কিন্তু বারবার আইনি প্রক্রিয়ায় বাধা প্রাপ্ত হচ্ছিল সেই উদ্যোগ ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা, ১৫ মার্চের মধ্যে সব স্তরে শিক্ষক নিয়োগ সম্পন্ন করবে উচ্চশিক্ষা দফতর ৷ রাজ্য সরকার আগেই জানিয়েছিল, স্থগিতাদেশ সরলেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরের মেধাতালিকা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC ফলপ্রকাশে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল