নারদে সিবিআই তদন্ত চলুক চায় কলকাতা হাইকোর্ট। তদন্ত প্রাথমিক পর্যায়ে, তাই তদন্তে এখনই কোনো পদক্ষেপ করা অনুচিত, মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচি।
আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার নারদে এফআইআর খারিজ চেয়ে আবেদন করেন। সেই মামলায় এদিন বিচারপতি বলেন নারদ কাণ্ডে অনেক বিষয় রয়েছে, যা সিবিআইকে খতিয়ে দেখতে হবে। অন্য মামলার সঙ্গে নারদের তুলনা টানা এই মুহূর্তে ঠিক হবে না।
advertisement
সাংসদদের হয়ে এদিন সওয়াল করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন সিবিআই কৌশুলি সিদ্ধার্থ লুথরা। শুক্রবার পর্যন্ত মামলা মুলতবি থাকছে। ওই দিনই দুপুরে ফের মামলার শুনানি।
সিবিআই এফআইআর নিয়ে হাইকোর্টের এদিনের মনোভাবে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল। অপরূপার আবেদন খারিজ হলে সেক্ষেত্রে সুবিধা পেয়ে যাবে কেন্দ্রীয় সংস্থা। গ্রেফতারির মতো কড়া পদক্ষেপের পথে হাঁটতে কোনো বাধা থাকবে না সিবিআইয়ের। পাশাপাশি হাই কোর্টের জনস্বার্থ মামলায় অপরূপা পোদ্দারের হলফনামায় কি ছিল তাও জানতে চেয়েছে হাই কোর্ট।