TRENDING:

ইকো পার্কের রাইডের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী হিডকো

Last Updated:

ইকো পার্কের রাইডের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী হিডকো। নিরাপত্তা নিয়ে নিশ্চিত হওয়ার পরই ফের চালু হবে রাইড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইকো পার্কের রাইডের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী হিডকো। নিরাপত্তা নিয়ে নিশ্চিত হওয়ার পরই ফের চালু হবে রাইড। আরও একবার জাম্পিং বেড পরীক্ষা হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়া হবে। তবে রাইড বন্ধ থাকলেও ইকো পার্ক খোলাই থাকছে।
advertisement

ঝড়ের জন্যই ইকো-পার্কে দুর্ঘটনা। জাম্পিং বেডে দুর্ঘটনা নিয়ে এই মর্মেই জমা পড়েছে রিপোর্ট। তাতে অবশ্য সন্তুষ্ট নয় রাজ্য। রাইডগুলির নিরাপত্তা নিখুঁত করতে একগুচ্ছ ব্যবস্থার নিচ্ছে হিডকো।

ঝড়ের সময় রাইডের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত

আরও একবার জাম্পিং বেড পরীক্ষা হবে

প্রয়োজনে বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়া হবে

advertisement

কিছু রাইডে সেফটি গাইড বাধ্যতামূলক করার ভাবনা

ইকো-পার্কে জাম্পিং বেডের দায়িত্বে থাকা এজেন্সিকে সরানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করেই রাইড চালুর ভাবনা হিডকোর।

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

রাইডের পুরো জায়গাটি ঘাসে মুড়ে ফেলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ক্রংক্রিটের রাস্তায় পড়াতেই বেশি চোট পায় কয়েকজন শিশু। সেই সম্ভাবনা এড়াতেই এমন ভাবনা হিডকোর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ইকো পার্কের রাইডের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী হিডকো