TRENDING:

Birth Certificate: নাম সংশোধন থেকে জন্ম তারিখ বদল, এবার পাল্টাতে গেলেই বাড়বে মুশকিল! বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ

Last Updated:

Birth Certificate: বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের। রাজ‍্যের স্বাস্থ‍্য দফতরের পক্ষ থেকে জন্মের শংসাপত্র সংশোধনের ক্ষেত্রে কড়া গাইডলাইন জারি করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের। রাজ‍্যের স্বাস্থ‍্য দফতরের পক্ষ থেকে জন্মের শংসাপত্র সংশোধনের ক্ষেত্রে কড়া গাইডলাইন জারি করা হল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাম সংশোধনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসছিল বলেই খবর। জন্ম-শংসাপত্র সংশোধনের আড়ালে দুর্নীতি রুখতেই তাই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ‍্য।
নাম সংশোধন থেকে জন্ম তারিখ বদল, এবার পাল্টাতে গেলেই বাড়বে মুশকিল! বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ
নাম সংশোধন থেকে জন্ম তারিখ বদল, এবার পাল্টাতে গেলেই বাড়বে মুশকিল! বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ
advertisement

রাজ্যের প্রত্যেকটি হাসপাতালের বার্থ রেজিস্টার হিসাবে নার্সিং স্টাফদের সরিয়ে,তাদের জায়গায় একজন করে মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় জন্মের শংসাপত্র দেওয়া এবং সংশোধনের ক্ষেত্রে একাধিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে আসছিল, তারই পরিপ্রেক্ষিতে এবার গাইড লাইন জারি করল রাজ‍্য। নয়া গাইডলাইনে ইচ্ছামতো নাম সংশোধন করা যাবে না। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাম সংশোধনের ক্ষেত্রে, অনিয়মের অভিযোগ আসছিল।

advertisement

আরও পড়ুন:  ২ দিনের অপেক্ষা…অগাস্ট মাসেই বাম্পার লাভ ৫ রাশির! একাধিক মহাগোচর, রাজযোগে টাকা, সোনা, প্রোমোশন, সাফল‍্য হাতের মুঠোয়

সেই অভিযোগের নিষ্পত্তি করতে, এই মর্মে স্বাস্থ‍্য দফতরের পক্ষ থেকে, চিঠি দেওয়া হল প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে।

নির্দেশিকায় কী কী জানান হল?

advertisement

১. যদি কোনও শিশুর ক্ষেত্রে নাম ছাড়াই, রেজিস্টারে তথ্য দেওয়া হয়। সুনির্দিষ্ট, তথ্য প্রমাণ দেখে রেজিস্টার তবেই নতুন করে নাম এনলিস্ট বা নথিভুক্ত করতে পারবেন। তবে সে ক্ষেত্রে, রেজিস্টার যদি মনে করেন তবেই নাম যোগ করতে পারেন কোন শিশুর।

২. মা ও বাবার ডিভোর্স হয়ে গেলে, সে ক্ষেত্রে শিশুর যে নাম আগে রেজিস্টার থাকবে তা কোনও ভাবেই বদল করা যাবে না। বাবার নাম কোনও মতেই বার্থ সার্টিফিকেট থেকে বাদ দেওয়া যাবে না।

advertisement

৩. কোনও ক্ষেত্রে নামের বানান ভুল, ক্লারিক্যাল এরর ,রেজিস্টারে তোলার সময় কোনওভাবে ভুল হয়েছে,সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরই নামের সংশোধন করা যাবে।

আরও পড়ুন: এখুনি উঠবে ঝড়, ঝেঁপে আসছে প্রবল বৃষ্টি! ভাসবে কলকাতা-সহ ৩ জেলা, নিম্নচাপের প্রভাবে আর কতদিন চলবে বৃষ্টি?

৪. আগে থেকে জন্মের সময় দেওয়া রয়েছে কিন্তু নাম নেই, সেক্ষেত্রেও নতুন করে রেজিস্টারে নাম তোলা যাবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমান দিয়ে।

advertisement

৫. জন্মের সময়ের পরিবর্তন কোনোভাবেই করা যাবে না, যদি তা করতে হয় তার জন্য যথাযোগ্য প্রমাণ দিতে হবে।

৬. ব্যক্তিগত পরিচয় পরিবর্তনের জন্য নিছকই নামের সংশোধন করা যাবে না।

৭. জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৮.জন্মের স্থান পরিবর্তন করা যাবে না

বাংলা খবর/ খবর/কলকাতা/
Birth Certificate: নাম সংশোধন থেকে জন্ম তারিখ বদল, এবার পাল্টাতে গেলেই বাড়বে মুশকিল! বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল