মঙ্গলবার দিল্লি হিংসা নিয়ে রাজ্যপাল প্রতিক্রিয়ায় বলেন, 'আমি সব হিংসার বিরুদ্ধে৷ সব হিংসাকেই ফোকাস করতে হবে৷ শুধু দিল্লি হিংসা নিয়ে কথা বললে হবে না৷ জলপাইগুড়ির হিংসাকেও ফোকাসে আনতে হবে৷'
দিল্লি হিংসায় এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে৷ ৩০০-র বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷ কয়েক হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ প্রচুর মানুষ পালিয়ে গিয়েছেন দিল্লি ছেড়ে৷ আন্তর্জাতিক মহলেও দিল্লি হিংসা নিয়ে নিন্দার ঝড় উঠেছে৷ রাষ্ট্রসঙ্ঘ তীব্র নিন্দা করেছে দিল্লি হিংসার৷ দিল্লি হিংসাকে 'পরিকল্পিত গণহত্যা' বলে নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2020 4:56 PM IST