TRENDING:

হাসপাতালে কবি শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

Last Updated:

হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও, পারিবারিক চিকিৎসকও শঙ্খ ঘোষের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্থিতিশীল কবি শঙ্খ ঘোষ। শ্বাসনালী ও মূত্রনালীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার। বুধবার চেস্ট এক্স-রে, ইউএসজি হবে তাঁর।
advertisement

মঙ্গলবার সকাল থেকেই অসুস্থ বোধ করেন শঙ্খ ঘোষ। মঙ্গলবার সকালেই তাঁকে মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও, পারিবারিক চিকিৎসকও শঙ্খ ঘোষের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন।

advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর আছে শঙ্খ ঘোষের, ডিয়াম-পটাশিয়ামের মাত্রা ওঠানামা করায় তাঁর ওপর বিশেষভাবে নজর রাখছেন চিকিৎসকরা। বিকেলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শঙ্খ ঘোষের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

বুধবার সকালে শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ তিনি ট্যুইটে জানান আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল ৷ পাশাপাশি তার মেয়ে ও জামাইয়ের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাসপাতালে কবি শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল