TRENDING:

পিপিপি মডেলে বিনিয়োগে জোর দিতে চাইছে কেন্দ্র, ভোল পাল্টে যাবে কলকাতা বন্দরের

Last Updated:

ইতিমধ্যেই কলকাতা ও হলদিয়া বন্দরের একাধিক বিষয়ে এই মডেল অনসরণ করতে চলেছে কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রক৷ বন্দর সূত্রে খবর, ইতিমধ্যেই ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামী দিনে বন্দরে পিপিপি মডেলে বিনিয়োগের ওপর জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই কারণে বন্দরে আগামী দিনে চালু হতে চলেছে বাড়িওয়ালা মডেল। বেসরকারি উদ্যোগে পিপিপি মডেলে পরিষেবা দেওয়া হবে। এর ফলে বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে যে আয়ের লভ্যাংশ আসবে সেটাই আগামী দিনে কলকাতা বন্দরের আয় হবে।
নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
advertisement

ইতিমধ্যেই কলকাতা ও হলদিয়া বন্দরের একাধিক বিষয়ে এই মডেল অনসরণ করতে চলেছে কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রক৷ বন্দর সূত্রে খবর, ইতিমধ্যেই ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আগামী ৫ বছরে ২৮ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হলদিয়ায়  অশোধিত তেল আমদানি, স্টোরেজ ও ডেসপ্যাচ টার্মিনাল গড়ে তুলতে ‘ফিজিবিলিটি রিপোর্ট’ জমা দিয়েছে ব্রহ্মপুত্র ক্র‌্যাকার্স অ্যান্ড পলিমার লিমিটেড। চেয়ারম্যানের মতে, পিপিপি মডেলে খিদিরপুর ডকে অন্তর্দেশীয় জলপথ পরিবহণে ১৮০ কোটি টাকার যৌথ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এখানকার নেতাজি সুভাষ ডকের ৪ নং বার্থের কাজ শেষের মুখে। ২, ৩ ও আউটার টার্মিনালের কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে। গোটাটাই হবে পিপিপি মডেলে। মোট ৭৫০ কোটি টাকার এই তিন প্রকল্প ছাড়াও আগামী সাত-আট বছরের মধ্যে আরও ২৫০০ কোটি টাকা বেসরকারি লগ্নি  কলকাতা বন্দর পেতে চলছে বলে জানান তিনি।

advertisement

আরও পড়ুন - ঝড়, বৃষ্টির দাপট বাড়ছে আরও, আগামী ২৪ ঘণ্টাতেও দুর্ভোগ চরমে, হাওয়া অফিসের সতর্কতা

আরও পড়ুন: নগদে ৫ কোটি ৬৩ লাখ, সঙ্গে ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের ব্যবসায়ী

বন্দর চেয়ারম্যান বিনীত কুমারের আরও বক্তব্য, হুগলির বলাগড়ে ৪০০ কোটি টাকায় গেট প্রশস্তকরণ ও জেটি দু’টির আধুনিকীকরণের প্রস্তাব রয়েছে। মূলত দুর্গাপুর, আসানসোল-সহ উত্তরমুখী পণ্য পরিবহণকে মসৃণ করতেই এই ভাবনা। “পাশাপাশি ফ্লোটিং ক্রেনের সুবিধা বাড়াতে ৭৫ কোটি টাকায় পিপিপি মডেলে ডায়মন্ড হারবার ও সাগরে ১৫ বছরের চুক্তিতে ফ্লোটিং ক্রেন বসাতে চলেছি আমরা।” মন্তব্য তাঁর। উল্লেখ্য, কয়েক বছর আগে কেপসাইজ জাহাজ টানার জন্য গভীর সমুদ্রে বেসরকারি উদ্যোগে দু’টি ফ্লোটিং ক্রেন বসলানোর পর উল্লেখযোগ্য সাফল্য মিলেছে।আপাতত লক্ষ্য একাধিক ডকে বিনিয়োগ টানা। আর সেই কাজে সাফল্য এসেছে খিদিরপুর ডকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আবীর ঘোষাল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
পিপিপি মডেলে বিনিয়োগে জোর দিতে চাইছে কেন্দ্র, ভোল পাল্টে যাবে কলকাতা বন্দরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল