আরও পড়ুনঃ একসঙ্গে তিন বড় ঘোষণা মমতার, জানিয়ে দিলেন নতুন বছরে নিজের প্ল্যানও! বিরাট চমক
রাজ্যজুড়ে আরও কয়েকটি নতুন করে ৬টির ও বেশি দমকল কেন্দ্র তৈরি হচ্ছে। সেই দমকল কেন্দ্রগুলিতে নিয়োগের পাশাপাশি অন্যান্য দমকল কেন্দ্রগুলিতে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বছরের শেষ মন্ত্রীসভার বৈঠকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতেই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে জানুয়ারি মাসে নিজের কর্মসূচির কথাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি বলেন, ‘গঙ্গাসাগর থেকে আমি ৭ তারিখ করে চলে আসব। তবে, তার আগেই ‘হ্যাপি নিউ ইয়ার’ জানাচ্ছি।’
advertisement
তিনি আরও বলেন, ‘বেঙ্গল বিসনেস সামিট হবে ৫-৬ ফেব্রয়ারি তারিখে। এর মধ্যে মা কালী এর স্কাইওয়াক হয়ে গেলে আমরা উদ্বোধন করে দেব। জানুয়ারি মাসের ২৮ তারিখ বই মেলা আছে। আপনাদের তো আগেই জানিয়েছি দীঘায় জগন্নাথ মন্দির এর উদ্বোধনের দিন। এছাড়া জেলা জেলায় মেলা হচ্ছে। জানুয়ারি মাসে নানান রকম মেলা হয়। মিষ্টি হাব ৭, ৮, ৯ দীঘায় একটা মেলা করছে। আমি ওখানে মানস ভুঁইয়া, অখিল গিরি কে যেতে বলেছি।’
