TRENDING:

Government Recruitment: বিরাট খবর! দমকল বিভাগে বিপুল নিয়োগের অনুমোদন মন্ত্রিসভার! রইল তালিকা

Last Updated:

Government Recruitment: সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়। দমকল দফতরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।২৬৪টি নতুন করে পদ তৈরি হল দমকল দফতরের নিয়োগের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়। দমকল দফতরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।২৬৪টি নতুন করে পদ তৈরি হল দমকল দফতরের নিয়োগের জন্য।
দমকল বিভাগে বিপুল নিয়োগ
দমকল বিভাগে বিপুল নিয়োগ
advertisement

আরও পড়ুনঃ একসঙ্গে তিন বড় ঘোষণা মমতার, জানিয়ে দিলেন নতুন বছরে নিজের প্ল্যানও! বিরাট চমক

রাজ্যজুড়ে আরও কয়েকটি নতুন করে ৬টির ও বেশি দমকল কেন্দ্র তৈরি হচ্ছে। সেই দমকল কেন্দ্রগুলিতে নিয়োগের পাশাপাশি অন্যান্য দমকল কেন্দ্রগুলিতে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বছরের শেষ মন্ত্রীসভার বৈঠকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বছরের শুরুতেই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ‍্যমন্ত্রী। বৈঠকে জানুয়ারি মাসে নিজের কর্মসূচির কথাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি বলেন, ‘গঙ্গাসাগর থেকে আমি ৭ তারিখ করে চলে আসব। তবে, তার আগেই ‘হ‍্যাপি নিউ ইয়ার’ জানাচ্ছি।’

advertisement

আরও পড়ুনঃ না বেশি না কম, ঠিক ২টো! রোজ রাতে এটা খেলেই টগবগিয়ে ফুটবে যৌবন সঙ্গে হুড়মুড়িয়ে কমবে ওজন! নিজেই নিজেকে দেখে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘বেঙ্গল বিসনেস সামিট হবে ৫-৬ ফেব্রয়ারি তারিখে। এর মধ্যে মা কালী এর স্কাইওয়াক হয়ে গেলে আমরা উদ্বোধন করে দেব। জানুয়ারি মাসের ২৮ তারিখ বই মেলা আছে। আপনাদের তো আগেই জানিয়েছি দীঘায় জগন্নাথ মন্দির এর উদ্বোধনের দিন। এছাড়া জেলা জেলায় মেলা হচ্ছে। জানুয়ারি মাসে নানান রকম মেলা হয়। মিষ্টি হাব ৭, ৮, ৯ দীঘায় একটা মেলা করছে। আমি ওখানে মানস ভুঁইয়া, অখিল গিরি কে যেতে বলেছি।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Government Recruitment: বিরাট খবর! দমকল বিভাগে বিপুল নিয়োগের অনুমোদন মন্ত্রিসভার! রইল তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল