ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, তাঁকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে৷
৩০ কলাবাগান লেন গলফিন ৭২ বছরের বৃদ্ধের সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী এবং ছেলে। গতকাল জামাই এবং তার মেয়ে বাড়িতে আসে। আজ সকালবেলা সিঁড়ির নিচে উঠনের কাছে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধকে। পুলিশ ঘটনাস্থলে আসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক অনুমান বৃদ্ধ কে খুন করা হয়েছে।
advertisement
কী কারণে হত্যা করা হলো গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে তার জামাইকে পুলিশ আটক করেছে পাশাপাশি বাকি পরিবারের সদস্য কেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মাত্র ২০ দিন আগেই বৃদ্ধের মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই জামাই নেশা করে শ্বশুরবাড়িতে আসতেন এবং অশান্তি করতেন। এরপরই এ দিন উদ্ধার হল বৃদ্ধের মৃতদেহ।