TRENDING:

Arpita Mukherjee || সোনার বার, রুপো, ২০ কোটি টাকা! অর্পিতার বেলঘরিয়ার আবাসন যেন আলিবাবার গুপ্তভাণ্ডার

Last Updated:

Arpita Mukherjee || উদ্ধার করা হয়েছে ৩ কেজি সোনার বারও। পাওয়া গিয়েছে রুপো৷ যে পরিমাণ সোনার গয়না এখনও পর্যন্ত মিলেছে, তার অঙ্ক প্রায় ২ কোটি৷ সূত্রের খবর, টাকা গোনা চলবে রাতভর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাত সাড়ে দশটা পর্যন্ত টাকা গোনার মেশিনে যতটা টাকা ধরা পড়েছে, এখনও পর্যন্ত তার অঙ্ক ২০ কোটি টাকা, এমনই জানাচ্ছেন ইডি আধিকারিকরা। উদ্ধার করা হয়েছে ৩ কেজি সোনার বারও। পাওয়া গিয়েছে রুপো৷ যে পরিমাণ সোনার গয়না এখনও পর্যন্ত মিলেছে, তার অঙ্ক প্রায় ২ কোটি৷ ৪টে জাম্বো মেশিন, ৫টি ছোট মেশিনে টাকা গোনার প্রক্রিয়া চলছে সূত্রের খবর, টাকা গোনা চলবে রাতভর৷
advertisement

আরও পড়ুন: এবার নাম জড়াল ব্রাত্যর! 'দাদা আমাদের প্রাইমারি চাকরি দিয়েছে', TMC নেতার ভিডিও ভাইরাল

আরও পড়ুন: '৩৮ তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছে, ২১ জন সরাসরি আমার সঙ্গে', পার্থ পর্বেই বিস্ফোরণ মিঠুনের

জানা গিয়েছে, এই আবাসনে মোট দুটি আলাদা ফ্ল্যাট রয়েছে অর্পিতার।  বেলঘরিয়ার এই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। সাত দিন আগেও তিনি এসেছিলেন। একটি ব্লক ৫-এ, একটি ব্লক-২-এ। ব্লক ৫-এর (৮-এ) ফ্ল্যাটে আপাতত তল্লাশি চালাচ্ছে ইডি। এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১৫০০ বর্গফুট। অন্য ফ্ল্যাটটি আয়তনে ছোট, ১৩৮০ বর্গফুট। এখানে গড়ে ফ্ল্যাটের দাম প্রায় ৮০ লক্ষ টাকা। সেই ফ্ল্যাটেও আজই তল্লাশির সম্ভাবনা রয়েছে৷  আবাসিকরা জানিয়েছএন, ব্লক ৫-এ ফ্ল্যাটে নিয়মিত আসতেন অর্পিতা। আর অন্য ব্লকের ফ্ল্যাটটিকে গেস্ট হাউজ করার পরিকল্পনা ছিল তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখিয়েছেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা। শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee || সোনার বার, রুপো, ২০ কোটি টাকা! অর্পিতার বেলঘরিয়ার আবাসন যেন আলিবাবার গুপ্তভাণ্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল