TRENDING:

Goa Fire Incident: ইন্টারপোলের নজরদারিতে থাইল্যান্ডে আটক লুথরা ব্রাদার্স, দ্রুত ভারতে আনার প্রস্তুতি

Last Updated:

গোয়ার ক্লাবে আগুনে ২৫ জনের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত লুথরা ভাইদের থাইল্যান্ডে আটক করা হয়েছে। সরকারি সূত্রের খবর, সৌরভ ও গৌরব লুথরাকে স্থানীয় কর্তৃপক্ষ ডিটেনশন সেন্টারে নিয়ে গিয়েছে এবং তাদের ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ গোয়ার ক্লাবে আগুনে ২৫ জনের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত লুথরা ভাইদের থাইল্যান্ডে আটক করা হয়েছে। সরকারি সূত্রের খবর, সৌরভ ও গৌরব লুথরাকে স্থানীয় কর্তৃপক্ষ ডিটেনশন সেন্টারে নিয়ে গিয়েছে এবং তাদের ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় তদন্তকারী টিম ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।
থাইল্যান্ডে লুথরা ভাই
থাইল্যান্ডে লুথরা ভাই
advertisement

তার আগে গোয়া পুলিশ দু’জনের পাসপোর্ট স্থগিত করে এবং ইন্টারপোলের কাছে ‘ব্লু কর্নার নোটিস’-এর আবেদন জানায়। থাইল্যান্ডে ধরা পড়ায় এখন দু’জনকে দ্রুত দেশে আনার পথ অনেকটাই সুগম হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে তদন্তকারী মহলের।

আরও পড়ুনঃ হার্ট অ্যাটাকের ‘গোল্ডেন আওয়ারে’ জীবন বাঁচাতে পারে তিন গুরুত্বপূর্ণ ওষুধ! চিকিৎসকের বিশেষ পরামর্শ

advertisement

বিদেশ মন্ত্রক (MEA) নির্দেশে পাসপোর্ট আইন ১৯৬৭-র ধারা ১০এ অনুযায়ী পাসপোর্ট সাসপেন্ড হলে তা দিয়ে আর যাতায়াত করা যায় না। লুথরা ভাইরা যদিও ইতিমধ্যেই দেশ ছাড়ার পরিকল্পনা করেই থাইল্যান্ডে পৌঁছেছেন, এই স্থগিতাদেশের ফলে তারা আর অন্য কোথাও ভ্রমণ করতে পারবেন না। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের ব্লু কর্নার নোটিস জারি রয়েছে—যা কোনও ব্যক্তির পরিচয়, অবস্থান বা কর্মকাণ্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।

advertisement

তদন্তে উঠে এসেছে, ক্লাবে নৃত্য পরিবেশন ও ইলেকট্রনিক আতশবাজি চলাকালীন আগুন লাগে। দমকল ও উদ্ধারকাজ চলার মধ্যেই ৭ ডিসেম্বর রাত ১টা ১৭ মিনিটে লুথরা ভাইরা অনলাইনে থাইল্যান্ডের টিকিট বুক করেন।

এদিকে, বুধবার রোহিনি আদালত তাদের তাৎক্ষণিক অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করেছে। চিকিৎসাজনিত কারণে চার সপ্তাহের আগাম জামিন চেয়ে তারা দাবি করেন যে তারাও “ঘটনার শিকার”।

advertisement

গোয়া পুলিশ ইতিমধ্যেই ক্লাবের চারজনের মধ‍্যে এক মালিক অজয় গুপ্তাকে গ্রেফতার করেছে। তবে, তিনি দাবি করেছেন, তিনি শুধু ‘স্লিপিং পার্টনার’, দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না।

সেরা ভিডিও

আরও দেখুন
নজরে বাংলার স্নেহা-অমৃতা-অর্পণরা! হাওড়ায় পূর্ব ভারতের সেরা ভারোত্তোলকদের লড়াই
আরও দেখুন

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত স্পষ্ট জানিয়েছেন, লুথরা ভাইদের রেহাই দেওয়া হবে না। রোমিও লেন ভগতোরের মূল আউটলেট ভেঙে ফেলার নির্দেশ দিয়ে তিনি জানান—রাজ্যে অবৈধ বা জননিরাপত্তা বিপন্নকারী কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নেবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Goa Fire Incident: ইন্টারপোলের নজরদারিতে থাইল্যান্ডে আটক লুথরা ব্রাদার্স, দ্রুত ভারতে আনার প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল