সূত্রের খবর, ধর্মতলার দিক থেকে গতকাল সন্ধ্যাবেলা অফিস সেরে একটি উবের বাইক বুক করেন ওই তরুণী। তরুণী যখন সুকান্ত নগরের দিকে আসেন ঠিক সেই সময় ওই উবের বাইকের চালক তরুণীকে খারাপ প্রস্তাব দেয়। অভিযোগ, তরুণীর গায়ে অশ্লীলভাবে স্পর্শ করে বাইক চালক।
আরও পড়ুন: টাকা, সাফল্য হাতের মুঠোয়! এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না
advertisement
এরপর সুকান্ত নগরের কাছে এরপরে ওই তরুণী বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই অ্যাপ ক্যাব বাইকের চালকের বিরুদ্ধে। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ওই বাইক চালক সোমনাথ মহান্তিকে গ্রেফতার করে আজ সোমবার তাকে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: ১২ বছর পর তৈরি হবে গজকেশরী যোগ! ৫ রাশির বৃহস্পতি তুঙ্গে, ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে
সূত্র মারফত জানা গিয়েছে, তরুণী থাইল্যান্ডের বাসিন্দা। তিনি কর্মসূত্রে সল্টলেকে থাকেন। এবং পিকনিক গার্ডেনসের একটি অফিসে চাকরি করেন। জানা গিয়েছে ভাড়া নিয়ে সমস্যা হয়েছিল চালকের সঙ্গে, তারপরেই ওই বাইক চালক জোর করে তার ঘরের মধ্যে ঢুকে যায় বলে অভিযোগ।
