বাড়ির লোকেদের কাছে বার বার বলত, একটা হাত কিনে এনে দাও। সেই ছোট্ট পৌলমী খুব খুশি। বুধবার সকাল সকাল সে হাড়োয়া থেকে রওনা দেয় কলকাতায়। নতুন হাত হাতে পেতে।
ঘটনাটা ঘটেছিল গত ২০ এপ্রিল। ভোরবেলায় ফুল তুলতে গিয়ে বল মনে করে বোমা কুড়িয়ে এনেছিল বছর আটেকের পৌলমী। বাড়ির লোকেরা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। থতমত খেয়ে বোমা হাত থেকে ফেলে দেয় পৌলমী। সঙ্গে সঙ্গে বিকট শব্দ। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে পৌলমী।
advertisement
সেদিনই তাঁকে ভর্তি করা হয় আর জি করে। প্রায় দেড় মাস সেখানে চিকিৎসা হয়। অস্ত্রোপচার হয়। কোনও রকমে প্রাণটা বাঁচে। কিন্তু, বাদ যায় বাঁ হাতের কনুইয়ের নীচের অংশ।
এরপর কৃত্রিম হাত লাগানোর তোড়জোড় শুরু হয় তারাতলার একটি নার্সিংহোমে। সেই প্রক্রিয়াই শুরু হল বুধবার।
ছোট্ট পৌলমী ঠিক করেছে আরও কোনও দিন সে ফুল তুলতে যাবে না। তার এখন একটাই চাওয়া। পৌলমী হাতে একটা নতুন হাত চায়।