TRENDING:

Babu Ghat Mela: ব্লাড সুগারের কবচ, সংসারে অশান্তির ওষুধ, বাবুঘাটের মেলায় সব পাওয়া যাচ্ছে

Last Updated:

Babu Ghat: মেলায় সাধু বেশে অসাধু কারবারিদের ভিড়। তাই হতদরিদ্র সাধু-সন্ন্যাসীরা ভিক্ষে পায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাগরদ্বীপ:  ভাঙা গঙ্গাসাগর মেলা স্নান সেরে একে একে আবার সেই বাবুঘাটে ফিরছেন পুণ্যার্থীরা। তবে এবার সাধুসন্তদের মন খুব খারাপ।কপিল মুনির মন্দির দর্শন হল। কিন্তু ব্যবসা ঠিক জমল না।বাবুঘাটে সাধুরা গালে হাত দিয়ে বসে রয়েছেন।
advertisement

এবার করোনা বিধি নিষেধের জন্য তীর্থযাত্রী কম এসেছে মেলায়। সাধুদের দান সামগ্রী মেলেনি বলা চলে।  বাবুঘাটের মেলা প্রাঙ্গণে দেখা গেল কিছুটা চাল, সামান্য কিছু কাঁচা টাকা ছাড়া সাধু বাবাদের ঝুলিতে আর কিছু নেই।

আরও পড়ুন- ১২ ফেব্রুয়ারি চার পুরসভার ভোট, হাইকোর্টের পরামর্শ নতুন দিন ঘোষণা কমিশনের

গোরক্ষপুর থেকে আসা এক সাধু বাবা বললেন এবারের গঙ্গাসাগর মেলার স্নান এবং মন্দিরে কপিল মুনির দর্শন খুব ভালভাবে করেছেন। মন শান্তি হয়েছে। তবে ভিক্ষা তেমন জোটেনি।  আরেক সাধু বাবা বললেন ,করোনা তাঁদের কোনো দিনই হবে না। তাঁরা ঈশ্বরের সাধনা করেন। তবে তিনি এও বুঝিয়ে দিলেন, মেলায় ঠগ বাবাদের জন্য ভিক্ষে ভাগ হয়ে যাচ্ছে।

advertisement

বাবুঘাটের মেলায় দেখা গেল এক সাধুকে। তাঁর নাম আব্দুল। মানসিক চঞ্চলতা থেকে শুরু করে সুগারের কবচ, অন্য কেউ বান মেরেছে বলে শরীরটা শুকিয়ে যাচ্ছে, সমস্ত কিছু মুশকিল আসানের উপাদান তাঁর কাছে আছে। কখনো জল পোড়া খাওয়াচ্ছেন, কখনোবা মাদুলি দিচ্ছেন। মুহুর্তের মধ্যে এক একজন দুশ থেকে হাজার টাকা অবধি দুহাতে বাড়িয়ে দিচ্ছেন তাঁর দিকে।

advertisement

কারো রাহু, কারও আবার শনি, কেতু ইত্যাদি গ্রহ খারাপ। সাধু বাবাকে জিজ্ঞাসা করা হল, কেতু সৌরমণ্ডলের কোথায় অবস্থান করে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে হাতে চিমটি কেটে বললেন, 'ব্যবসার সময় এসব করবেন না। তা হলে খদ্দেররা সবাই পালিয়ে যাবে। আপনি চলে যান।আমার পেটে লাথি মারবেন না।'

আরও পড়ুন- সদ্যোজাত ছেলেকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জামাই! বর্বরোচিত ঘটনা দেগঙ্গায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুজরুকির মেলা, সেটা বলার আর অপেক্ষা রাখে না। অনেকে আবার ওখানে এসে বললেন, ' সাধু বাবা আগের বার এতো টাকা দিয়ে তাবিজ নিয়ে গেলাম। কোনো কাজ হয়নি।' তবে পুলিশ দেখলেই সাধুবাবা বেশ চঞ্চল হয়ে উঠছিলেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Babu Ghat Mela: ব্লাড সুগারের কবচ, সংসারে অশান্তির ওষুধ, বাবুঘাটের মেলায় সব পাওয়া যাচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল