মোট ৩৪ আসনের এই বাসে আপার ডেকে অর্থাৎ দোতলায় বসে যাতায়াতের জন্যে সবচেয়ে বেশি মানুষ আগ্রহ দেখিয়েছেন। ট্যুর শুরু হবে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের সামনে থেকে। ডালহৌসি স্কোয়ার দেখানো হবে। সেখান থেকে গ্রেট ইস্টার্ন হোটেল, রাজভবন, কার্জন পার্ক, আকাশবাণী ভবন, বিধানসভা, কলকাতা হাইকোর্ট, টাউন হোটেল, নেতাজী ইন্ডোর স্টেডিয়াম, ট্রেজারি বিল্ডিং হয়ে বাস নিয়ে আসা হবে বাবুঘাট জেটিতে। দুপুর আড়াইটে নাগাদ সেখানে বাস নিয়ে যাওয়া হবে। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে তিনটে অবধি হাউজ বোটে লাঞ্চ করানো হবে। লাঞ্চ চলার সময় হাউজ বোট ঘোরানো হবে প্রিন্সেপ ঘাট অবধি। দেখানো হবে সেন্ট জন চার্চ। বাবুঘাট জেটি থেকে ফের বাস রওনা হবে। এবার দেখানো হবে রেড রোড, ইন্দিরা গান্ধী সরণি, জিপিও, লালদিঘী, আর বি আই, মহাকরণ, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, ফোর্ট উইলিয়াম, রেস কোর্স, ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে ফের প্রিন্সেপ ঘাট। বাস থামবে প্রিন্সেপ ঘাট, ইডেন গার্ডেন, সেন্ট জনস চার্চে। ২০-২৫ মিনিট করে বাস এই সব জায়গায় দাঁড়াবে। যারা আপার ডেকে বসবে তাদের জন্যে বলা হয়েছে ছাতা, সান স্ক্রিন প্রোটেকশন নিয়ে যেতে বলা হয়েছে৷
advertisement
ABIR GHOSHAL