বিধানসভার ডেপুটি স্পিকার হতে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডেপুটি স্পিকার পদে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে না ৷ ২ জুলাই, শুক্রবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বাজেট বক্তৃতা দিয়ে শুরু হবে নতুন বিধানসভার প্রথম অধিবেশন। এর পরে অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার শোকপ্রস্তাবের পরে মুলতুবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। ওই দিনই হবে ডেপুটি স্পিকার নির্বাচন। তৃণমূলের পক্ষে আগেই এই পদে তাঁদের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল।
advertisement
গত মাসে রাজভবনে ৪৩ জন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবান্নের উদ্দেশে রওনা হন নতুন মন্ত্রীরা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ডেপুটি স্পিকার করা হবে প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে।
আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিধায়ক। এর আগে তিনি রাজ্য মন্ত্রী সভার সদস্য ছিলেন। তিনি কৃষি মন্ত্রীও ছিলেন।