আরও পড়ুন: তৃণমূলে হঠাৎ 'এক ব্যক্তি এক পদ বিতর্ক', মমতার নির্দেশে কড়া বার্তা ফিরহাদের
এ ছাড়া ডিপি সিং শিলিগুড়ি, আসানসোল সঞ্জয় সিং, চন্দননগরে সুনীল চৌধুরী যিনি এখন আইজি বাঁকুড়া রেঞ্জ, বিশেষ দায়িত্বে থাকবেন বাকি তিনটি পুরো নিগমের। এদিকে বিধাননগর নিয়ে শুক্রবার বিশেষ বৈঠকে বসে প্রশাসন। নবান্নে আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন মুখ্য সচিব। ডিজি এডিজি আইন-শৃঙ্খলা, বিধাননগরের সিপি, ব্যারাকপুর এর সিপি, এডিজি সিআইডি সঙ্গে বৈঠক হয়। আগামী কালকের বিধান নগর পুর নিগমের ভোটের রাজ্য পুলিশ মোতায়েন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন - শনিবার কালীঘাটে দলের জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেকও
বিধাননগর-সহ বাকি তিনটি পুরনিগমের ভোট নিয়ে ইতিমধ্যে তেতে রয়েছে রাজ্য রাজনীতি। যাতে সুষ্ঠ ভাবে নির্বাচন করা যায়, তার কসুর করছে না প্রশাসন। সতর্ক প্রশাসন চাইছে যেন কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়