TRENDING:

'বউ বলেছে চাকরি নেই তোমার...’, ভাঙতে বসেছে সংসার! SSC পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়েই যা বললেন চাকরিহারা...শুনলে চমকে যাবেন যাবেন

Last Updated:

এইদিন পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থী বলেন, "২০০৭-এ আমি সাত র‍্যাঙ্ক করেছিলাম। ২০১৬ সালে আমি ৪১ র‍্যাঙ্ক করেছিলাম। এবারেও ওইরকমই করব" পরীক্ষা দিয়ে প্রত্যয়ী শোনায় ওই পরীক্ষার্থীর গলা। এরপরেই অবশ্য তাঁর গলায় ঝরে পড়ে ক্ষোভ। তিনি বলেন, "কতবার যোগ্যতার পরীক্ষা দেব, নিজেও জানি না আমি।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নির্বিঘ্নেই শেষ হল প্রথম পর্যায়ের এসএসসি পরীক্ষা। নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় সতর্ক ছিল প্রশাসন। কিন্তু, এর মাঝেই ধরা পড়ল অন্যরকম এক ছবি। এসএসসি দুর্নীতিতে চাকরি গিয়েছে আর সেই জন্যই স্ত্রী থাকতে চাইছেন না। এমনটাই জানালেন এক পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষা দিয়ে এমন কথাই জানালেন তিনি।
কী বললেন পরীক্ষার্থী?
কী বললেন পরীক্ষার্থী?
advertisement

এইদিন পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থী বলেন, “২০০৭-এ আমি সাত র‍্যাঙ্ক করেছিলাম। ২০১৬ সালে আমি ৪১ র‍্যাঙ্ক করেছিলাম। এবারেও ওইরকমই করব” পরীক্ষা দিয়ে প্রত্যয়ী শোনায় ওই পরীক্ষার্থীর গলা। এরপরেই অবশ্য তাঁর গলায় ঝরে পড়ে ক্ষোভ। তিনি বলেন, “কতবার যোগ্যতার পরীক্ষা দেব, নিজেও জানি না আমি।”

এই এসএসসি দুর্নীতির জন্যই তাঁর সংসার আজ ভাঙতে বসেছে বলে ক্ষোভ উগরে দেন ওই যুবক। তিনি বলেন, “আমার আর সংসার করা হল না। বউ বলেছে থাকবে না। এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে, বউ বলছে চাকরি নেই তোমার, তাহলে কী জন্য থাকব?”

advertisement

এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু খোলা হয়েছিল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বউ বলেছে চাকরি নেই তোমার...’, ভাঙতে বসেছে সংসার! SSC পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়েই যা বললেন চাকরিহারা...শুনলে চমকে যাবেন যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল