TRENDING:

গড়িয়াহাটে বহুতল থেকে ফুলের টব পড়ে বিপত্তি, গুরুতর জখম পথচারী

Last Updated:

মাথায় ফুলের টব পড়ে জখম পথচারী। বহুতল থেকে ফুলের টব পড়ে বিপত্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  মাথায় ফুলের টব পড়ে জখম পথচারী। বহুতল থেকে ফুলের টব পড়ে বিপত্তি। গুরুতর জখম পথচারী ভর্তি হাসপাতালে। একডালিয়া এভারগ্রিন চত্বরের ঘটনা।
advertisement

কলকাতা ট্রাম কোম্পানির গড়িয়াহাট ডিপোয় কাজ করেন রমজান আলি। একডালিয়া ক্লাবের পাশে সুরেন ঠাকুর রোডের ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন তিনি। আচমকাই ফুলের টব মাথায় পড়ে। তাঁর মাথা ফেটে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজোর আবহে হাজার হাজার কুলো-ঝুড়িতে ছেয়েছে বাজার! কত করে বিক্রি হচ্ছে?
আরও দেখুন

রমজানকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করে গড়িয়াহাট থানার পুলিশ। ঘটনায় অনুতপ্ত সমীরণ ভদ্র। তিনি বলেন, পরিচারিকা ভুল করে টবটি নীচে না রেখে উপরে রাখেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়াহাটে বহুতল থেকে ফুলের টব পড়ে বিপত্তি, গুরুতর জখম পথচারী