অভিযোগ, সেই সময় স্থানীয় একটি বাড়ির বাসিন্দারা ওই তরুণীর উপরে চড়াও হয়৷ তাদের সঙ্গে যোগ দেন এলাকার কিছু বাসিন্দাও৷ ওই তরুণীকে বাঁচাতে তাঁর বান্ধবীরাও এগিয়ে যান৷ অভিযোগ, সেই সময় ওই পাঁচ তরুণীকে রীতিমতো রড, লাঠি দিয়ে মারধর করা হয়৷ ঘুষিও মারা হয় বলে অভিযোগ৷ খবর পেয়ে এক তরুণীর বাবা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুন: পথ কুকুর কামড়ালে দাঁতের দাগ পিছু ১০ হাজার টাকা ক্ষতিপূরণ, বড় নির্দেশ হাইকোর্টের
ওই তরুণীদের অভিযোগ, ঘটনার সময় তাঁরা ১০০ ডায়ালে ফোন করে সাহায্য চান৷ কিন্তু সেই সময় ওই এলাকা মানিকতলা নাকি বিধাননগর উত্তর থানার অধীনে পড়ে তা নিয়ে বিভ্রান্তিতে পুলিশ প্রাথমিক ভাবে তৎপর হয়নি বলেও অভিযোগ। এমন কি, ঘটনাস্থলে থাকা কলকাতা পুলিশের এক সার্জেন্টও সাহায্যে এগিয়ে আসেননি বলে অভিযোগ।পরে অবশ্য বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে৷
মঙ্গলবার সন্ধ্যাবেলা ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্তদের বাড়িতে তালা দেওয়া৷ যে রেস্তোরাঁয় গিয়ে এই ঘটনা, সেটিও বন্ধ ছিল৷ পুলিশ সুত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে৷