মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দু’টি স্টেশনেই তৈরি করা হচ্ছে টয়লেট ৷ একটি মহিলাদের জন্য এবং একটি পুরুষদের জন্য ৷ তবে, প্রাথমিকভাবে এই দু’টো মেট্রো স্টেশনে শুরু হলেও দুর্গাপুজোর আগে আরও দু’টি মেট্রো স্টেশনে পাবলিক টয়লেট তৈরির কাজ প্রায় শেষ ৷ উদ্বোধনের অপেক্ষা শুধুমাত্র ৷
মেট্রো রেলওয়ের সিপিআরও ইন্দ্রানী মুখার্জি জানিয়েছেন, বেলগাছিয়া এবং শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনেও শেষ পাবলিক টয়লেটের কাজ ৷ দুর্গাপুজোর ঠিক আগে জনসাধারণের ব্যাবহারের উদ্দেশে খুলে দেওয়া হবে সেই সমস্ত মেট্রো স্টেশনগুলি ৷
advertisement
আরও পড়ুন: লক্ষ্য ২০১৯ ! গেরুয়া রুখতে মহাজোটে জিগনেশ মেওয়ানিকে চান মমতা
২০১৬ সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC)-র তরফ থেকে পাবলিক টয়লেট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ মেট্রোর যাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখেই সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু ৷ এরপরই শুরু হয় মেট্রোতে পাবলিক টয়লেট তৈরির কাজ ৷