শুক্রবার সাংবাদিক সম্মেলনে আদালতের নিয়োগ বাতিল প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'আদালতের রায় নিয়ে আমি কোনও কথা বলব না। আদালত আমার কাছে ঈশ্বরের পরেই।'
তবে ডিএ আন্দোলনকারীদের অনশন প্রসঙ্গে তীব্র কটাক্ষ ফিরহাদের। তিনি বলেন, '' একদিকে আদালতে যাব অন্যদিকে আবার আমরণ অনশন করব, এটা ঠিক নয়। তাহলে আদালতের উপর ওদের ভরসা নেই।''
advertisement
ছবি-সহ এজেন্সির টুইট প্রসঙ্গে এ'দিন তির্যক মন্তব্য করেন ফিরহাদ। তাঁর ভাষায়, '' তৃণমূল কোনও অন্যায় করেনি। যারা ব্যক্তিগতভাবে অন্যায় করেছে, তারা জেলে আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এজেন্সিগুলো এখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। এজেন্সি নিরপেক্ষ হয়ে কাজ করলে এই পরিস্থিতি হত না।''
ইডির প্রভাবশালী যোগ তত্ত্ব খারিজ করে তৃণমূল নেতার মন্তব্য, ''ইডি-র প্রভাবশালী যোগ রয়েছে, রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। এতে এজেন্সির সম্মান নষ্ট হচ্ছে। ''
বালিগঞ্জ গড়িয়াহাটের পর বড় বাজার। একের পর এক টাকা উদ্ধার শহরে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম এর মন্তব্য, '' এত টাকা বের হচ্ছে কী করে? এত টাকা কোথায় ছিল? তাহলে কি নোট বন্দি ফেল হয়েছ?''
বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার 'বাংলা ভাগ' প্রসঙ্গেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তিনি জোর দিয়ে বলেন, '' বাংলা ভাগ হবে না, বিজেপি যতই চেষ্টা করুক... কার্শিয়াং থেকে গঙ্গাসাগর আছে। আমরা বাংলা ভাগ হতে দেব না। '' শুক্রবার টেট পরীক্ষার ফল প্রকাশ। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, '' ভ্যাকেন্সি ছিল বলেই পরীক্ষা নিয়েছে। টেট পরীক্ষায় যতজন পাস করেছেন, চাকরি পাবেন। বাংলার ছেলে-মেয়েরা চাকরি পাবেন।'' কেন্দ্রীয় বাহিনীর খরচ বিতর্ক প্রসঙ্গেও মুখ খোলেন রাজ্যের মন্ত্রী।