TRENDING:

Fire Incident: বেলগাছিয়ায় বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

Last Updated:

Fire Incident: আগুনে পুড়ে ভস্মীভূত গোটা এলাকা। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে দত্তবাগান বেলগাছিয়া মিল্ক কলোনিতে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলগাছিয়াঃ আগুনে পুড়ে ভস্মীভূত গোটা এলাকা। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে দত্তবাগান বেলগাছিয়া মিল্ক কলোনিতে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি গাড়ি গিয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন গিয়েছে।
advertisement

আরও পড়ুনঃ এগোচ্ছে কাজ, কবে চালু হবে ময়দান-এসপ্ল্যানেড মেট্রো? খতিয়ে দেখা হল গেট থেকে টানেলের নিরাপত্তা

তিনতলা বিল্ডিং। ওপরের দুই তলা প্রশাসনিক ভবন। নীচতলায় পরিত্যক্ত গোডাউন। সেখানে প্লাস্টিকের দুধের প্যাকেট থেকে পিচবোর্ড মজুত ছিল।

বিকেল চারটায় আগুন লাগে। মিল্ক কলোনীতে ভেতরে ও বাইরে কোথাও সিসিটিভি ক্যামেরা নেই। আগুন এরেষ্ট। পকেট ফায়ার নিয়ন্ত্রণ ও কুলিং এর কাজ চলছে। মন্ত্রী চলে গেছেন। ঘটনাস্থলে উপস্থিত দমকল মন্ত্রী সুজিত বসু।

advertisement

তরুণ কুমার মন্ডল, আধিকারিক নর্থ ডিভিশনের জানান, ‘৪ টে নাগাদ আমরা খবর পাই। এসে দেখি কালো ধোঁয়ায় ভরে গেছে। ক্রমশ ইঞ্জিন বাড়িয়ে বারোটি ইঞ্জিন আসে। পরিত্যক্ত জিনিস রাখা ছিল সেখানে আগুন লাগে, মূলত প্লাস্টিক এর জিনিস বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।এখন আগুন নিয়ন্ত্রণে কুলিংয়ের কাজ চলছে। মন্ত্রী এসেছিলেন। মন্ত্রী ফরেনসিক তদন্তের জন্য বলেছেন। আগামীকাল ফরেনসিক এর প্রতিনিধি দল এসে আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখবেন।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেসিবি-র সাহায্যে কিছু জায়গা র জমে থাকা আগুনের অংশ বের করে আনা হচ্ছে। আগুন যেখানে লেগেছে ঠিক তার পাশেই রয়েছে অ্যামোনিয়া প্লান্ট। এই অংশে যদি আগুন লাগতো তাহলে আরও অনেক বড় ক্ষতি হতে পারত। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এলাকার বাসিন্দাদের। ভেঙে পড়েছে বহুতলের চাঙর। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। আহতের কোনও খবরও এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire Incident: বেলগাছিয়ায় বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল