TRENDING:

Kolkata Hotel Fire: মেছুয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪, জীবন্ত দগ্ধ ১৩ জন! শহরে ফিরল স্টিফেন কোর্ট, আমরির স্মৃতি

Last Updated:

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দিঘা থেকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নির্দেশেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল মনোজ ভার্মা, মন্ত্রী শশী পাঁজারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেছুয়া বাজার এলাকার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৷ প্রথমে আগুন লাগার পর ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক হোটেলকর্মীর মৃত্যু হয়েছিল৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের ভিতরে তল্লাশিতে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷ তখনই বিভিন্ন ঘর থেকে আরও ১৩টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়৷ রাত ৩.১৫ নাগাদ নগরপাল মনোজ ভার্মা নিজেই এই খবর জানিয়েছেন৷ আর কোনও দেহ হোটেলের ভিতরে আটকে রয়েছে কিনা তা খোঁজ করে দেখা হচ্ছে৷
মেছুয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৪, হাইড্রলিক মই নিয়ে আটকে থাকা মানুষকে উদ্ধারের চেষ্টায় দমকল৷
মেছুয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৪, হাইড্রলিক মই নিয়ে আটকে থাকা মানুষকে উদ্ধারের চেষ্টায় দমকল৷
advertisement

হোটেল থেকে মোট ২২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এদের মধ্যে ১৫ জন ছিলেন হোটেলের ছাদে৷ সাত জনকে হোটেলের বিভিন্ন ঘর থেকে উদ্ধার করা হয়৷

মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ মেছুয়া বাজার এলাকার বহু পুরনো এই হোটেলটিতে আগুন লাগে৷ হোটেলে তিন থেকে ছতলা পর্যন্ত আবাসিকদের থাকার ঘর ছিল৷ দোতলায় ছিল রেস্তোরাঁ৷ অগ্নিকাণ্ডের সময় হোটেলের বহু ঘরেই আবাসিকরা ছিলেন৷ তাঁদের মধ্যে ভিনরাজ্যের বাসিন্দারাও ছিলেন৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

advertisement

২০১০ সালে পার্ক স্ট্রিটে স্টিফেন কোর্ট এবং ২০১১ সালে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর শহরে বড় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও একসঙ্গে এত প্রাণহানি ঘটেনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দিঘা থেকে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নির্দেশেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল মনোজ ভার্মা, মন্ত্রী শশী পাঁজারা৷ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা যে এত বড় আকার নেবে, তা তখনও আঁচ করা যায়নি৷ দমকলের ১০টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ হাইড্রলিক মই এনে ছাদ থেকেও উদ্ধার করা হয় অনেককে৷ কিন্তু আগুন অল্প সময়ে ভয়াবহ আকার নেওয়ায় ঘরে থাকা অনেকেই বেরিয়ে আসতে পারেননি৷ জীবন্ত দগ্ধ হন তাঁরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Hotel Fire: মেছুয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪, জীবন্ত দগ্ধ ১৩ জন! শহরে ফিরল স্টিফেন কোর্ট, আমরির স্মৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল