স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, গোডাউনের ভিতরে মজুত ছিল দাহ্য বস্তু ৷ যার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে ৷ ভয়াবহ আগুনের জেরে গোডাউনের ভিতরের সমস্ত জিনিস ভস্মীভূত হয়ে যায় ৷ আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্থ হয় কারখানার পাশের একটি বাড়িও ৷
অতিরিক্ত ঠাণ্ডার জেরে পুরনো কার্টুনের বাক্স জালিয়ে আগুন পোহাচ্ছিলেন কয়েকজন যুবক ৷ সেই থেকেই সম্ভবত আগুন লাগে গোডাউনে ৷
advertisement
আর্মেনিয়ান স্ট্রিটের বাসিন্দাদের অভিযোগ, ‘গোডাউনে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল না ৷ সুরক্ষাবিধি না মেনেই কোটি কোটি টাকার ব্যবসা চলত এই কারখানায় ৷ ফলে যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিলই ৷’
বড়বাজার শহরের অন্যতম একটি ব্যস্ত এবং ঘিঞ্জি এলাকা ৷ সম্প্রতি বাগরি মার্কেটে ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটে ৷ কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি এলাকাবাসীর ৷ যথাযথ অগ্নিনির্বাপক যন্ত্র ছাড়াই চলছে এখানকার কারখানা থেকে গোডাউন ৷