TRENDING:

হাইড রোডে জামাকাপড়ের পরিত্যক্ত গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন

Last Updated:

২০০৮ সালে পোর্ট অথরিটি এই গোডাউন সিজ করে দিয়েছিল। সেই থেকে গোডাউন বন্ধ ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাইড রোডে জামাকাপড়ের পরিত্যক্ত গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন, চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। মঙ্গলবার সন্ধে ৭.৩০ নাগাদ ওই গুদামে আগুন লাগে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন, পরে আরও ৪টি ইঞ্জিন যায়। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ২০০৮ সালে পোর্ট অথরিটি এই গোডাউন সিজ করে দিয়েছিল। সেই থেকে গোডাউন বন্ধ ছিল।
advertisement

দীর্ঘদিন গোডাউন বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না। পাশাপাশি গুদামের দরজা খুব-ই সরু, তাই ভিতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গুদামের মধ্যে পুরনো জামাকাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জানা গিয়েছে, সন্ধে সন্ধে ৭.৩০ নাগাদ প্রথম ওই গুদামের ভিতর আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন দমকলে। স্থানীয়রা জানিয়েছেন, পোর্ট ট্রাস্টের ওই জায়গায় বেশ কিছু গুদাম রয়েছে। এই গুদামটি গত আট বছর ধরে বন্ধ পড়েছিল, কেউ থাকত না, ভিতরে মজুত ছিল পুরনো জামা-কাপড়। ঠিক কী কারণে আগুন ধরল, তা এখনও স্পষ্ট নয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাইড রোডে জামাকাপড়ের পরিত্যক্ত গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল