দমকলের প্রাথমিক অনুমান, পরিত্যক্ত কাঠের গুদাম থেকে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন টেরিটি বাজারে দিওয়ালি উপলক্ষে বসা বৈদ্যুতিন লাইটের বাজারে ছড়িয়ে পড়ে। পাশের বহুতলেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: শক্তি বাড়িয়েছে ‘দানা’-র ঘূর্ণি! ঝড়ে সবচেয়ে বেশি প্রভাব বাংলার কোন জেলায়? সতর্ক করল আবহাওয়া দফতর
এজরা স্ট্রিটের পাশেই লেগেছে এই আগুন। এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দিপাবলীর আগে প্রচুর ভিড় ছিল বাজারে, সেই সময়ই আগুন লাগার প্রবল আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে দানা, তার আগেই ভয়ঙ্কর ঘটনা গঙ্গায়! নিখোঁজ ৩, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা
যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকায় এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে কলকাতায়। প্রশ্নের মুখে উঠেছে আকাশ ছোঁয়া তারের জটলাও। কিন্তু কীভাবে টেরিটি বাজারে এদিন আগুন লাগল, তা এখনও প্রকাশ্যে আসেনি। (রিপোর্টার– উজ্জ্বল রায়)