ব্লু লাইন
মেট্রো ব্লু লাইনে ২৭২টি পরিষেবার পরিবর্তে ১৮২টি (৯১টি আপ + ৯১টি ডাউন) পরিষেবা এবং নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৪টি আপ পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবা:
সকাল ৬:৫০ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
সকাল ৬:৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
সকাল ৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
advertisement
সকাল ৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
শেষ পরিষেবা:
রাত ২১:২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
রাত ২১:৩৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (২১:৩৫ মিনিটের পরিবর্তে)
রাত ২১:৪৫ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (২১:৪৪ মিনিটের পরিবর্তে)
ইয়েলো লাইন
২৬ তারিখে মেট্রো ইয়েলো লাইনে ১২০টি পরিষেবার পরিবর্তে ৯২টি (৪৬টি আপ + ৪৬টি ডাউন) পরিষেবা চালাবে।
প্রথম পরিষেবা:
সকাল ৭:১৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (কোনও পরিবর্তন নেই)।
সকাল ৭:৪০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (কোনও পরিবর্তন নেই)।
শেষ পরিষেবা:
রাত ২০:৫৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর।
রাত ২১:১৮ মিনিটে জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া)।
২৬ তারিখে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা উপলব্ধ থাকবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সংখ্যা এই দিন কম থাকার কারণে পরিষেবার সংখ্যায় বদল আনা হয়েছে। তবে গ্রীন লাইনে বইমেলা উপলক্ষ্যে ভীড় বাড়তে পারে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক এই দুই স্টেশনে। মেট্রোর তরফে অবশ্য জানানো হয়েছে, যদি যাত্রীদের সংখ্যা বাড়ে তাহলে প্রয়োজন হলে বিশেষ মেট্রো চালানো হবে।
