সাতে ইস্ট, আটে বাগান
সাত তারিখ চার্চিল ম্যাচ দিয়ে ফেড কাপে অভিযান শুরু ইস্টবেঙ্গলের। পরের দিন নামছে মোহনবাগান। প্রতিপক্ষ শিবাজিয়ান্স। ৯ মে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই। ১১ মে সন্ধ্যা সাতটায় লাল-হলুদ খেলবে আই লিগ চ্যাম্পিয়ন আইজলের বিরুদ্ধে। ১০ তারিখ সন্ধ্যা সাতটায় পরের ম্যাচে প্রতিপক্ষ লাজং। আর ১২ তারিখ সুনীল বনাম সনির ম্যাচ সন্ধ্যা সাতটাতেই।
advertisement
বাগানে ফতোয়া
ফেডের আগে ফের অনুশাসন বাগানে। ফুটবলার থেকে সার্পোট স্টার্ফ কথা বলতে পারবেন না মিডিয়ার সঙ্গে। হুলিয়া জারি ক্লাব সম্পর্কিত কোনও খবর সোশাল মিডিয়াতেও লেখার বিষয়েও।
ফেডে ডুবে ইস্ট-মোহন
মঙ্গলে উষা, বুধে পা। মঙ্গল থেকেই ফেডের মহড়া শুরু লাল-হলুদে। সেন্ট্রাল পার্কের মাঠে প্লাজা, মেহতাবদের নিয়ে নেমে পড়ছেন মনাদা। আই লিগ ঘরে তুলতে না পারার আফশোষটা সুদে-আসলে মিটিয়ে নিতে বুধ থেকে ফেডের প্রস্তুতিতে সঞ্জয় সেন। এএফসি-তে যাননি চেতলা নিবাসী। সনি, ডাফিদের নিয়ে বুধবার সকালে শুরু বাগানের ফেড মহড়া।