TRENDING:

AC Local Fare Chart: উঠলেই ২৯, শিয়ালদহ থেকে এসি লোকালে কোন স্টেশনে যাওয়ার টিকিটের দাম কত? দেখুন তালিকা

Last Updated:

প্রতিটি স্তরেই টিকিটের দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে বলে জানিয়ে দিয়েছে রেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একটি নয়, আপাতত শিয়ালদহ ডিভিশনের দুই রুটে এসি লোকালে চড়ার সুযোগ পাবেন যাত্রীরা৷ পূর্ব রেল সূত্রে খবর, আপাতত শিয়ালদহ কৃষ্ণনগর এবং শিয়ালদহ বনগাঁ রুটে চলবে নতুন এসি লোকাল৷ তবে এসি লোকালে চড়তে গেলে সাধারণ লোকাল ট্রেনের তুলনায় ভাড়াও পড়বে পাঁচ থেকে ছ গুন বেশি৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া হবে ২৯ টাকা৷
এসি লোকালে যাত্রীদের সাড়া মিলবে?
এসি লোকালে যাত্রীদের সাড়া মিলবে?
advertisement

শুধু দৈনিক নয়, সাধারণ লোকাল ট্রেনের মতো এসি লোকালেও মাসিক টিকিটের ব্যবস্থা থাকছে৷

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ কৃষ্ণনগর রুটে সোদপুর পর্যন্ত ভাড়া হবে ২৯ টাকা, মাসিক টিকিটের দাম পড়বে ৫৯০ টাকা৷ ব্যারাকপুর পর্যন্ত ভাড়া হবে ৫৬ টাকা, মাসিক টিকিট পড়বে ১২১০ টাকা৷ নৈহাটি পর্যন্ত ভাড়া পড়বে ৮৫ টাকা, মাসিক টিকিট ১৭২০ টাকা৷ শিয়ালদহ-রানাঘাট দৈনিক টিকিটের দাম ১১৩ টাকা এবং মাসিক টিকিটের দাম ২৩১০ টাকা পড়বে৷ কৃষ্ণনগর পর্যন্ত যেতে ভাড়া পড়বে ১৩২ টাকা, মাসিক টিকিট পড়বে ২৬৮০ টাকা৷

advertisement

আরও পড়ুন: নৈশভোজে যাওয়ার জন্য জোরাজুরি ট্রাম্পের, না বলে কেন ফিরে এলেন? ওড়িশায় ফাঁস করলেন মোদি

একই ভাবে শিয়ালদহ বনগাঁ শাখায় বারাসত পর্যন্ত যেতে দৈনিক টিকিট ৫৬ টাকা এবং মাসিক টিকিট ১২১০ টাকা পড়বে৷ হাবড়া যেতে ভাড়া পড়বে ৮৫ টাকা, মাসিক টিকিট পড়বে ১৭২০ টাকা৷ বনগাঁ যেতে ভাড়া পড়বে ১১৩ টাকা এবং মাসিক টিকিটের দাম পড়বে ২৩১০ টাকা৷

advertisement

প্রতিটি স্তরেই টিকিটের দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে বলে জানিয়ে দিয়েছে রেল৷ স্বভাবতই প্রশ্ন উঠছে এত ভাড়া দিয়ে এসি লোকালে চড়ার পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রেল কর্তারা অবশ্য বলছেন, বাতানুকূল কোনও গাড়ি ভাড়া করে এই একই দূরত্বে যেতে সাধারণ মানুষকে অনেক বেশি খরচ করতে হয়৷ সেই তুলনায় কম সময়ে আরামে এসি লোকালে করে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা৷ যেমন শিয়ালদহ থেকে এসি ক্যাব ভাড়া করে যেতে খরচ পড়বে কমবেশি আড়াই হাজার টাকা৷ সেখানে এসি লোকালে সেই ২৬৪ টাকায় কৃষ্ণনগরে যাতায়াত হয়ে যাবে৷ আপাতত এই এসি লোকালের প্রচারে এই কৌশল ব্যবহারেরই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
AC Local Fare Chart: উঠলেই ২৯, শিয়ালদহ থেকে এসি লোকালে কোন স্টেশনে যাওয়ার টিকিটের দাম কত? দেখুন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল