TRENDING:

Fake Medicine: দেদার জাল হচ্ছে গ্যাস-অম্বলের ‘এই’ ট্যাবলেট, গুণগত মানে ডাহা ফেল ১৯৬টা ওষুধ, নাম জানলে ভয় পেয়ে যাবেন

Last Updated:

দেশজুড়ে এপ্রিল মাসে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষায় এই রিপোর্ট পেয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাল ওষুধ নিয়ে মধ্যবিত্ত বাঙালির চিন্তা মেটার কোনও সম্ভাবনাই যেন তৈরি হচ্ছে না৷ জানা গেল, আবারও গুণগত পরীক্ষায় ডাহা ফেল একটা-দুটো নয় মোট ১৯৬টি ওষুধ৷ তার মধ্যে দুটি ওষুধ তো সম্পূর্ণ জাল৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল৷ সেই ওষুধের তালিকায় গ্যাসের ট্যাবলেট, প্যারাসিটামলের, চোখের ড্রপের মতো ওষুধ তো বটেই রয়েছে কিডনি পেশেন্টদের অ্যানিমিয়া দূর করার এবং প্রসূতিদের প্রসব বেদনা উপশমের ইঞ্জেকশনও৷
News18
News18
advertisement

দেশজুড়ে এপ্রিল মাসে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষায় এই রিপোর্ট পেয়েছে৷

1. nandrolone decanoate injection-

অ্যানিমিয়া রোগের ইনজেকশন-উৎপাদনকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ব্যাচ নম্বর G303123 টি জাল করে বাজারে ছাড়া হয়েছে

2. demex colecalciferol –

এই ভিটামিন ডি থ্রি ওষুধ উৎপাদনকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ব্যাচ নম্বর 4D077301 টি জাল করে বাজারে ছাড়া হয়েছে

advertisement

আরও পড়ুন: আরও খারাপ অবস্থা হবে বাংলাদেশের…যে কোনও মুহূর্তেই পদত্যাগ করতে পারেন ইউনূস! তাহলে এবার সেনা অভ্যুত্থান?

১৯৬টি গুণমানে খারাপ গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় ওষুধ….

1. Carboxymethyl Cellulose Sodium Eye drops -চোখের জ্বালা যন্ত্রণা দূর করতে ব্যবহার করা হয়।

2. Pantoprazole GastroResistant Tablets – গ্যাসের ট্যাবলেট –

3. Bupivacaine Hydrochloride Injection IP (Bupicain-0.5%) – প্রসব এর আগে বা পরে ব্যথা ও যন্ত্রণা দুর করতে দেওয়া হয়।

advertisement

4. Ceftriaxone and Sulbactam for Injection – স্পেসিস ও অ্যাবডোমিনাল ইনফেকশন দূর করতে ব্যবহার করাহয়।

5. calcium carbonate 500 mg uses – এন্টাসিড এবং হজমের সমস্যা দূর করতে ব্যবহার করা হয়।

6. Iron Sucrose Injection – অ্যানিমিয়ার সমস্যা দূর করতে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: সেনার কথায় ভয় পেয়েছেন ইউনূস? নাকি সত্যিই বাংলাদেশ সামলাতে পারছেন না..কুর্সি ছেড়ে কেন পালাচ্ছেন, জানুন আসল কথা

advertisement

7. কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট ইনজেকশন – পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর পর গুজরাত এর আরও একটি কোম্পানির এই ইনজেকশন গুণগত মানে ফেল করল।

8. Nimesulide & Paracetamol Tablets – ব্যথা যন্ত্রণার জন্য ব্যবহার করাহয়।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

9. doxycycline capsules 100 mg uses – ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহৃত

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: দেদার জাল হচ্ছে গ্যাস-অম্বলের ‘এই’ ট্যাবলেট, গুণগত মানে ডাহা ফেল ১৯৬টা ওষুধ, নাম জানলে ভয় পেয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল