TRENDING:

Fake Medicine: দেদার জাল হচ্ছে গ্যাস-অম্বলের ‘এই’ ট্যাবলেট, গুণগত মানে ডাহা ফেল ১৯৬টা ওষুধ, নাম জানলে ভয় পেয়ে যাবেন

Last Updated:

দেশজুড়ে এপ্রিল মাসে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষায় এই রিপোর্ট পেয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাল ওষুধ নিয়ে মধ্যবিত্ত বাঙালির চিন্তা মেটার কোনও সম্ভাবনাই যেন তৈরি হচ্ছে না৷ জানা গেল, আবারও গুণগত পরীক্ষায় ডাহা ফেল একটা-দুটো নয় মোট ১৯৬টি ওষুধ৷ তার মধ্যে দুটি ওষুধ তো সম্পূর্ণ জাল৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল৷ সেই ওষুধের তালিকায় গ্যাসের ট্যাবলেট, প্যারাসিটামলের, চোখের ড্রপের মতো ওষুধ তো বটেই রয়েছে কিডনি পেশেন্টদের অ্যানিমিয়া দূর করার এবং প্রসূতিদের প্রসব বেদনা উপশমের ইঞ্জেকশনও৷
News18
News18
advertisement

দেশজুড়ে এপ্রিল মাসে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষায় এই রিপোর্ট পেয়েছে৷

1. nandrolone decanoate injection-

অ্যানিমিয়া রোগের ইনজেকশন-উৎপাদনকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ব্যাচ নম্বর G303123 টি জাল করে বাজারে ছাড়া হয়েছে

2. demex colecalciferol –

এই ভিটামিন ডি থ্রি ওষুধ উৎপাদনকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ব্যাচ নম্বর 4D077301 টি জাল করে বাজারে ছাড়া হয়েছে

advertisement

আরও পড়ুন: আরও খারাপ অবস্থা হবে বাংলাদেশের…যে কোনও মুহূর্তেই পদত্যাগ করতে পারেন ইউনূস! তাহলে এবার সেনা অভ্যুত্থান?

১৯৬টি গুণমানে খারাপ গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় ওষুধ….

1. Carboxymethyl Cellulose Sodium Eye drops -চোখের জ্বালা যন্ত্রণা দূর করতে ব্যবহার করা হয়।

2. Pantoprazole GastroResistant Tablets – গ্যাসের ট্যাবলেট –

3. Bupivacaine Hydrochloride Injection IP (Bupicain-0.5%) – প্রসব এর আগে বা পরে ব্যথা ও যন্ত্রণা দুর করতে দেওয়া হয়।

advertisement

4. Ceftriaxone and Sulbactam for Injection – স্পেসিস ও অ্যাবডোমিনাল ইনফেকশন দূর করতে ব্যবহার করাহয়।

5. calcium carbonate 500 mg uses – এন্টাসিড এবং হজমের সমস্যা দূর করতে ব্যবহার করা হয়।

6. Iron Sucrose Injection – অ্যানিমিয়ার সমস্যা দূর করতে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: সেনার কথায় ভয় পেয়েছেন ইউনূস? নাকি সত্যিই বাংলাদেশ সামলাতে পারছেন না..কুর্সি ছেড়ে কেন পালাচ্ছেন, জানুন আসল কথা

advertisement

7. কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট ইনজেকশন – পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর পর গুজরাত এর আরও একটি কোম্পানির এই ইনজেকশন গুণগত মানে ফেল করল।

8. Nimesulide & Paracetamol Tablets – ব্যথা যন্ত্রণার জন্য ব্যবহার করাহয়।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

9. doxycycline capsules 100 mg uses – ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহৃত

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: দেদার জাল হচ্ছে গ্যাস-অম্বলের ‘এই’ ট্যাবলেট, গুণগত মানে ডাহা ফেল ১৯৬টা ওষুধ, নাম জানলে ভয় পেয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল