TRENDING:

Fake officer arrested: বাগুইআটি থেকে গ্রেফতার ভুয়ো আইসিডিএস আধিকারিক, রয়েছে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

Last Updated:

Fake officer arrested: কলকাতায় ভুয়ো আইসিডিএস (ইন্টিগ্রেটেড চায়েল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস) আধিকারিক পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ, গ্রেফতার করা হল তিন অভিযুক্তকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতায় ভুয়ো আইসিডিএস (ইন্টিগ্রেটেড চায়েল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস) আধিকারিক পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ, গ্রেফতার করা হল তিন অভিযুক্তকে।
গ্রেফতার ভুয়ো আধিকারিক।
গ্রেফতার ভুয়ো আধিকারিক।
advertisement

মঙ্গলবার বাগুইআটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুয়ো আইসিডিএস অফিসারকে। শ্যামপুকুর থানার পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার এই ভুয়ো আইসিডিএস আধিকারিককে গ্রেফতার করে। জানা গিয়েছে, অভিযুক্ত পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে বাজার থেকে ৫ কোটি ৪৫ লক্ষ টাকা প্রতারণা করেছ‍ে।

আরও পড়ুন: আইপিএল না আন্তর্জাতিক ক্রিকেট- বেশি প্রতিযোগিতাপূর্ণ কোনটা? জবাব দিলেন গম্ভীর

advertisement

ধৃতের বিরুদ্ধে এক অভিযোগকারী জানান, তিন জন ব্যক্তি আইসিডিএস-এ চাকরি এবং ভেন্ডর লাইসেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলেন, কিন্তু সময় পেরিয়ে গেলেও অভিযুক্তেরা প্রতিশ্রুতি পূরণ করেন না। নিরুপায় হয়ে প্রতারিতেরা পরবর্তী কালে শ্যামপুকুর থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই তিন জন আগেও বহু বার একই ভাবে প্রতারণা করেছেন। অভিযুক্তেরা রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে বাজার থেকে প্রায় ৫ কোটি ৪৫ লক্ষ টাকা তুলেছে। তার পরে, আর্থিক প্রতারণায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে শ্যামপুকুর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake officer arrested: বাগুইআটি থেকে গ্রেফতার ভুয়ো আইসিডিএস আধিকারিক, রয়েছে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল