ভবানীপুর থানার একটি মামলায় ওই কর্মী গৌতম সর্দারকে নিজেদের হেফাজতে নিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন৷ ৩৫০০ ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু হল, পঞ্চায়েত প্রধান জানেনই না! কার্যত হতবাক আলিপুর আদালতের বিচারক৷
advertisement
পঞ্চায়েত প্রধানকে কি ধোয়া তুলসী পাতা ভাবছেন? তদন্তকারী অফিসারকে প্রশ্ন বিচারকের? বাংলাদেশের অনুপ্রবেশকারী গোসাবার এই পঞ্চায়েত অফিস ভুয়ো সার্টিফিকেট তৈরি করে ফেলছে, এটা জাতীয় ইস্যু। প্রধান জানেন না বলছেন কি ভাবে?- মন্তব্য বিচারকের৷
একটা অফিস থেকে ভুড়ি ভুড়ি জাল নথি তৈরি হচ্ছে, প্রধান অবগত নন কি ভাবে? মন্তব্য বিচারকের কলকাতা পুলিশ সূত্রে দাবি, এক একটি ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করার বিনিময়ে গৌতম সর্দার ২০০০-২৫০০ টাকা নিতেন৷ একাধিক এজেন্টের হদিশ মিলেছে, গৌতমকে জেরা করে তাদের কাছে পৌঁছোতে চাইছে কলকাতা পুলিশ
Amit Sarkar