TRENDING:

Park Circus Firing: ইনসাস হাতে এক ঘণ্টা ঘোরাঘুরি, তার পরেই এলোপাথারি গুলি! কী ঘটল পার্ক সার্কাসে?

Last Updated:

মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ প্রাণভয়ে পালাতে শুরু করেন এলাকাবাসী এবং স্থানীয় ব্যবসায়ীরা৷ তখনও পর পর কানে আসছে গুলির শব্দ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অমিত সরকার এবং সাহ্নিক ঘোষ
এলাকার দেওয়ালেও গুলির চিহ্ন৷
এলাকার দেওয়ালেও গুলির চিহ্ন৷
advertisement

#কলকাতা: প্রায় এক ঘণ্টা ধরে ইনসাস বন্দুক হাতে উর্দি পরেই এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক পুলিশকর্মী৷ প্রথমে তা দেখে সন্দেহ হয়নি স্থানীয় বাসিন্দাদের৷ কারণ কাছেই বাংলাদেশ হাইকমিশনের দফতর থাকায় পার্ক সার্কাস লাগোয়া ওই এলাকার নিরাপত্তা বরাবরই আঁটোসাঁটো থাকে৷

কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙল এলাকাবাসীর৷ প্রথমে এলাকারই একটি বাড়ির নীচে গিয়ে চিৎকার করেন ওই পুলিশকর্মী৷ এর পর লোয়ার রেঞ্জ রোডের মুখে এসে আচমকাই নিজের ইনসাস বন্দুক থেকে পরের পর গুলি ছুড়তে শুরু করলেন ওই পুলিশকর্মী৷ প্রথমে মাটির দিকে তাক করে, তার পর রাস্তা দিয়ে বাইকে চড়ে যাওয়া এক মহিলাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই পুলিশকর্মী৷

advertisement

আরও পড়ুন: পার্ক সার্কাসে এলোপাথারি গুলি ছুড়ে আত্মঘাতী পুলিশকর্মী, নিহত এক মহিলাও

মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ প্রাণভয়ে পালাতে শুরু করেন এলাকাবাসী এবং স্থানীয় ব্যবসায়ীরা৷ তখনও পর পর কানে আসছে গুলির শব্দ৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দু' থেকে তিনজন গুলিবিদ্ধ হওয়ার পরই নিজের গলার ননীচে গুলি করেন ওই পুলিশকর্মী৷ ঘটনাস্থলে থাকা কারও কারও দাবি, অন্তত ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি ছোড়েন ওই পুলিশকর্মী৷ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতেও লাগে গুলি, ভেঙে যায় কাচ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কয়েক মিনিট ধরে তাণ্ডব চলার পর গুলির আওয়াজ থামলে আস্তে আস্তে সাহস করে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা৷ দেখা যায় রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে আছেন এক মহিলার দেহ৷ কিছুটা দূরে রক্তাক্ত্ অবস্থায় পড়ে রয়েছে ওই পুলিশকর্মীর দেহ৷ ধীরে ধীরে ভয় কাটিয়ে রাস্তায় জমতে থাকে ভিড়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিশ৷ তখনও যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না স্থানীয়রা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Circus Firing: ইনসাস হাতে এক ঘণ্টা ঘোরাঘুরি, তার পরেই এলোপাথারি গুলি! কী ঘটল পার্ক সার্কাসে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল