TRENDING:

রাত পোহালেই একুশে জুলাইয়ের সভা, বাড়তি ট্রেন চালাচ্ছে রেল

Last Updated:

অন্যান্য বারের মতো এ বারও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েচেন৷ শনিবার সন্ধে থেকেই সেই চিত্র দেখা যাচ্ছে৷ শিয়ালদহ ও হাওড়া স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের জন্য রবিবার বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল৷ এছাড়াও শিয়ালদহ স্টেশন থেকে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল৷ ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা মিচিল করে শহরে আসতে শুরু করে দিয়েছেন৷ বিকেলে একুশে জুলাইয়ের মঞ্চ ঘুরে দেখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

অন্যান্য বারের মতো এ বারও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েচেন৷ শনিবার সন্ধে থেকেই সেই চিত্র দেখা যাচ্ছে৷ শিয়ালদহ ও হাওড়া স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো৷

সভা ঘিরে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে৷ দায়িত্বে থাকছেন ৪ জন ডিসি৷ থাকছে সিসিটিভি ক্যামেরা৷ শিয়ালদহ ও হাওযড়া স্টেশনে বসানো হচ্ছে পুলিশ পিকেট৷

advertisement

আরও ভিডিও: ২১ জুলাই উপলক্ষ্যে দেদারে বিকোচ্ছে মমমতার ছবি সম্বলিত শো পিস

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাত পোহালেই একুশে জুলাইয়ের সভা, বাড়তি ট্রেন চালাচ্ছে রেল