মুখ্যমন্ত্রী আগেভাগেই বলে দিয়েছিলেন, কাউন্সিলরদের নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়ে সবার আগে মানুষের পাশে থাকতে হয়। জল, রাস্তা থেকে শুরু করে দৈনিক নানা সমস্যা মেটাতে হয় তাঁদেরই। এমনই নানান কাজে নবনির্বাচিতদের দক্ষ করে তুলতে চাইছে তৃণমূল। আগামী তিন মাস ধরে এই প্রশিক্ষণের কাজ চলবে।
আরও পড়ুন: তিনি তৃণমূলে যোগই দেননি, আইনজীবীর মাধ্যমে স্পিকারকে জানালেন মুকুল
advertisement
আগামী ২৮ তারিখ দুপুর ১২টায় সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র হিসাবে শপথ নেবেন। ওইদিনই দুপুরে মেয়র ইন কাউন্সিলরাদের নিয়ে একটি মিটিং ডেকেছেন মেয়র। তার পর তৃণমূলের ইস্তাহার অনুসারে 'দশ দিগন্ত'-নিয়ে আলোচনায় বসবেন মেয়র। সেখানে ঠিক করে নেওয়া হবে, দশ দিগন্তে উল্লিখিত কাজগুলির মধ্যে কোনগুলিকে প্রাধান্য দেওয়া দরকার। সেই প্রাধান্যর ভিত্তিতে কাজ ঠিক করে নেওয়া হবে। দ্রুত কাজ শুরু করে দেবেন নির্বাচিতরা।
আরও পড়ুন: আচার্য পদ থেকে সরানো হচ্ছে ধনখড়কে, বসবেন মমতা? ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্যর
পাশাপাশি, নতুন পুরসভার ক্ষেত্রেও চালু থাকবে 'টক-টু-মেয়র।' ফিরহাদ হাকিম জানিয়েছেন, টক-টু-মেয়রর মাধ্যমে একে বারে তৃণমূল স্তরে মানুষের সমস্যার কথা জানা যায়। তাঁরা সরাসরি প্রশাসনকে সমস্ত সমস্যার কথা জানাতে পারেন। সেই কারণেই চালু থাকবে এই প্রকল্প, যে খানে সাধারণ মানুষ সরাসরি মেয়রের সঙ্গে কথা বলতে পারবেন।
Abir Ghosal