দল থেকে বহিষ্কার হওয়ার রেশ কাটতে না কাটতেই ফের সংবাদ শিরোনামে ঋতব্রত ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি থেকেই এই বিতর্কের সূত্রপাত ৷ ছবিতে ঋতব্রতর সঙ্গে থাকা তরুণী বালুরঘাটের বাসিন্দা ৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নম্রতা দত্ত দাবি করেছেন এক বছরেরও বেশি সময় ধরে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন বহিষ্কৃত সাংসদ ৷
advertisement
ঋতব্রতর বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল করে পুরো বিষয়টি জানিয়েছেন নম্রতা ৷ একইসঙ্গে ঋতব্রত ও তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ হিসেবে কিছু ছবিও তিনি সামনে আনেন ৷ নম্রতার দাবি, দিল্লিতে তাঁর ফ্ল্যাটে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন ঋতব্রত ৷ ছবিগুলি সেই সময়ই তোলা ৷ ঋতব্রতর ‘বান্ধবী’-এর আরও অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আনার পর আড়াই লক্ষ টাকা দিয়ে তাঁর মুখ বন্ধের চেষ্টা করছেন প্রভাবশালী ওই সাংসদ ৷
রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে তরুণীর অভিযোগ ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি সিপিআইএম থেকে বহিষ্কৃত ঋতব্রতর পাল্টা অভিযোগ, টাকা আদায়ের জন্যই তাঁর নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনেছে ওই মহিলা ৷ এই মর্মে গড়ফা থানায় নম্রতা দত্তের নামে জোর করে টাকা আদায় ও ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছেন সাংসদ।