আরও পড়ুন: ভাঙল পুরনো সব রেকর্ড, দোলের উইকেন্ডে রাজ্যে মদ বিক্রি ২০০ কোটির
অর্থের অভাবে সময়মত এক্সক্লুসিভ মাদক মামলার আদালত তৈরিতে দেরি হচ্ছিল। তবে, এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্য শুধুমাত্র মাদক মামলার আদালত (Exclusive NDPS Court) আদালত গড়বে ৬ সপ্তাহে।
ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতির নির্দেশ, আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্যে শুধুমাত্র মাদক মামলার জন্য আদালত গড়তে হবে। ২০০০-র বেশি মাদক মামলা জমে রয়েছে যে দুই জেলায়, সেখানে ৩ টি আদালত এবং ৫০০-র বেশি মামলা যে-সমস্ত জেলায় বিচারাধীন, সেখানে ২ টি শুধুমাত্র মাদক মামলার আদালত গড়তে হবে রাজ্যকে। দ্রুত মাদক মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।
advertisement
আরও পড়ুন: 'বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট?', কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
গত বছর অগাস্ট মাসে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কত মামলা জমে আছে, সেই সংক্রান্ত যে তথ্য-তালিকা রাজ্য সরকার দিয়েছে, তাতে খুশি নয় ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের পরিসংখ্যান অনুযায়ী, গোটা রাজ্যজুড়ে এত মামলা পড়ে থাকার প্রকৃত কারণ কী, তা জানাতে হবে রাজ্যকে, এমনই নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court Pending Cases)। আদালতের বক্তব্য, এত মামলা কী কী কারণে বছরের পর বছর পড়ে রয়েছে তা জানাতে হবে রাজ্য সরকারকে। উল্লেখ্য, কোনও মোমলা এক দশক ধরে পড়ে আছে,তাও তদন্ত হচ্ছে না, এমনই অভিযোগ এনে এবং তদন্তে গতি আনতে একটি জনস্বার্থ মামলা স্বতঃপ্রনোদিত ভাবে গ্রহণ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস। দেখা যায়, অন্তত ৯৯৯ টি মামলা রয়েছে, যেগুলির চার্জশিট সঠিক সময় পেরিয়ে যাবার পরেও জমা হয়নি! অনেক মামলায় চার্জশিট জমা হয়নি, বিভিন্ন ল্যাবের তথ্য জমা হয়নি, এমনকী গ্রেফতারের সংখ্যা ইত্যাদি বিভিন্ন মামলায় কত, রাজ্যের কাছে তাও জানতে চেয়েছিল আদালত (Calcutta High Court Pending Cases)।