প্রাথমিক প্রমাণ আগেই মিলেছিল। সঞ্জয় রায়ের চিকিৎসায় অ্যাপোলোর গাফিলতির অভিযোগ মেনে নিল রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটি। ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটির শুক্রবারই রিপোর্ট জমা দেয় মুখ্যমন্ত্রীকে। রিপোর্টে অ্যাপোলোর গাফিলতির প্রমাণ মিলেছে বলেই জানাল বিশেষজ্ঞ কমিটি।
অ্যাপোলোতে সঞ্জয়ের চিকিৎসা ও মেডিক্যাল রিপোর্ট খুঁটিয়ে দেখে কমিটি
অ্যাপোলো গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তথ্য নেওয়া হয়
advertisement
পরিবারের কাছে পাওয়া তথ্যের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়
রক্তক্ষরণ বন্ধ করা যায়নি সঞ্জয়ের
ভেন্টিলেশনে রেখেও কোনও উন্নতি হয়নি
সেই কারণেই গাফিলতি বলে অভিযোগ
অ্যাপোলোর চিকিৎসক শ্যামল সরকারকে ইতিমধ্যেই জেরা করেছে ফুলবাগান থানা। এই চিকিৎসকের অধীনেই ভর্তি ছিলেন সঞ্জয়। এই জেরা থেকে আরও ৩ চিকিৎসকের নাম উঠে আসে।
সুরেশ রামা সুব্বানের বিরুদ্ধে অভিযোগ
সুরেশ রামা সুব্বান অ্যাপোলোর ক্রিটিকাল কেয়ার হেড
এমারজেন্সি ইউনিট হেড অভীক মজুমদারের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ
অভিযোগ মেডিসিন বিশেষজ্ঞ অভিজিৎ বসুর বিরুদ্ধেও
এই ৩ জনকেই জেরার জন্য নোটিশ
১ সপ্তাহের মধ্যে থানায় হাজিরার নির্দেশ
শুক্রবার অ্যাপোলোয় গিয়ে সিসিটিভির হার্ড ডিস্ক ও নথি বাজেয়াপ্ত করে ফুলবাগান থানার পুলিশ। এই সূত্রেই উঠে আসছে বেশ কয়েকজন কর্মী ও নার্সের নাম। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বয়ান মিলিয়ে দেখতেই এই নার্স ও কর্মীদেরও জেরা করবে পুলিশ।