নয়া প্রস্তাব অনুযায়ী, প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনার জন্য নূন্যতম বেতন স্ল্যাব ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৷ এখনও সরকারি সিলমোহর না পড়লেও শীঘ্রই ঘোষণা হবে বলে খবর ৷
এতদিন PF-এর আওতায় আসতে গেলে নূন্যতম বেতনের স্ল্যাব ছিল ১৫ হাজার টাকা ৷ শেষ বার ২০১৪ সালে মূল্যবৃদ্ধির কারণে নূন্যতম বেতনের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল ৷ বর্তমানে বেসিক পে-এর ১২ শতাংশ পিএফ হিসেবে কেটে জমা পড়ে বেতনভুক মানুষের EPF অ্যাকাউন্টে ৷
advertisement
EPFO-তে এই মুহূর্তে ৪ কোটিরও বেশি মানুষের অ্যাকাউন্ট রয়েছে ৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানাচ্ছে, নয়া সিদ্ধান্তে ৫০ লাখ মানুষ উপকৃত হবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2017 10:12 AM IST