ইডি সূত্রের দাবি, জীবনের এজেন্টদের তালিকার সঙ্গে প্রায় ৩৮০০ চাকরিপ্রার্থীর নামের তালিকা মিলেছে৷ জীবনকৃষ্ণ সাহার অত্যন্ত ঘনিষ্ঠ দুই এজেন্ট কৌশিক ঘোষ ও সুব্রত সামন্ত রায়কে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেছে ইডি৷ জীবন হেফাজতে থাকাকালীনই তার ঘনিষ্ঠ এজেন্টদের ডেকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি৷
ইতিমধ্যেই সিবিআইয়ের বাজেয়াপ্ত করা নথির ফটোকপি হাতে পেয়েছে ইডি৷ শুধু নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি নয়, একাদশ -দ্বাদশ ও গ্রুপ সি এবং গ্রুপ ডি- এর দুর্নীতির সঙ্গেও জীবনের যোগ পাওয়া গিয়েছে৷ গ্রুপ সি ও ডি এর ক্ষেত্রে জীবনকে দিতে হত যথাক্রমে ১০ লক্ষ ও ৮ লক্ষ টাকা৷
advertisement
ইডি সূত্রের দাবি, জীবনের স্ত্রীর অ্যাকাউন্টে এই টাকা এসেছে ২০২০ সালে৷ তবে চাকরি দিতে না পারায় গ্রুপ সি চাকরিপ্রার্থীদের জীবনকষ্ণ ৭ লক্ষ টাকা করে ফেরত দিয়েছিলেন বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷
