আনন্দপুরে বাইপাসের উপর ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ৭৬ মিটার লম্বা একটি ইস্পাতের গার্ডার বসানো হবে। ওই কাজের জন্য ৬০ দিন বাইপাসের একাংশ বন্ধ থাকবে। শনিবার রেল বিকাশ নিগম লিমিটেডের অফিসে কলকাতা পুলিশের ছাড়পত্রের ওই চিঠি পৌঁছেছে। সেখানে বাইপাসের পশ্চিম দিকের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রাখায় সম্মতি দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: বিশ্ব তোলপাড়, মঙ্গলে মানুষের হাড়? তবে কি…নাসার সেই ছবি দেখে চক্ষু চড়কগাছ
ওই রাস্তার পরিবর্তে বাইপাসের উত্তরমুখী গাড়িগুলি পিয়ার নম্বর ১৬৮ পর্যন্ত দক্ষিণ অংশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এর পর আবার স্বাভাবিক পথেই গাড়ি চলবে। এ ছাড়া, বাইপাসে দক্ষিণমুখী গাড়িগুলি ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনের নতুন তৈরি রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদে ফের মানুষ! এই প্রথম বিক্রম-প্রজ্ঞানের দক্ষিণ মেরুতে অবতরণ! চমকে ওঠা পরিকল্পনা
রাস্তা বন্ধ থাকাকালীন রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে রুবি ক্রসিং থেকে ভিআইপি বাজার এলাকা পর্যন্ত রাস্তায় গার্ডরেল বসানো হবে, বাড়তি আলো লাগানো হবে। ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য নিয়োগ করা হবে বাড়তি কর্মচারীকেও। রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে রেল।