বৃহস্পতিবার সন্ধ্যায় দুই জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের। বৈঠকে প্রথম দফার চেকিং শুরু করার কাজের নির্দেশ দেওয়া হয়েছে। দুই বিধানসভায় ভোট কর্মী কত সংখ্যক পাওয়া যাবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলেই কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন: মাথায় ব্যান্ডেজ, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট! তবু হাসপাতালে থাকতে নারাজ, বাড়িতেই ফিরলেন মমতা
advertisement
জাতীয় নির্বাচন কমিশন শীঘ্রই দুই আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করবে। দুই জেলায় লোকসভা ভোটের সঙ্গেই একই দিনে উপনির্বাচন এক সঙ্গে হবে নাকি পরে হবে, সেই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। তবে যে কোনও দিনই উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে৷
ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন৷ অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে৷ সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে৷